সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

কাওড়াকান্দি-মাওয়া রুটে তীব্র নাব্যতা সংকট, ফেরি স্বল্পতায় দুই পাড়ে সহস্রাধিক যান পারাপারের অপেক্ষায়

পদ্মা নদীতে তীব্র নাব্যতা সংকট ও ফেরি স্বল্পতায় মাওয়া-কাওড়াকান্দি রুটে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। উভয় ঘাটে প্রায় সহস্রাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। নৌ-রুটের চ্যানেলগুলোতে অসংখ্য ডুবোচরের কারণে ফেরিগুলো নদীর তলদেশ ঘেষে চলায় ফেরিগুলোর প্রপেলার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে ফেরি বিকল হয়ে পড়ছে। 
বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি সূত্র ও ফেরি চালকরা জানায়, পদ্মায় অব্যাহত পানি হ্রাসের ফলে গত কয়েকদিন ধরে কাওড়াকান্দি ঘাট থেকে লৌহজং টার্নিং পর্যন্ত ১৪ কিলোমিটার নদীপথে নাব্যতা সংকট চরম আকার ধারণ করেছে। ফলে ফেরিগুলো ধারণক্ষমতার চেয়ে কম সংখ্যক যানবাহন নিয়ে অথবা হালকা যান নিয়ে পারাপার হচ্ছে। এছাড়া ৩ দিন আগে এ রুটের রো রো ফেরি ‘ভাষা শহীদ বরকত’ দৌলতদিয়া ঘাটে স্থানান্তরিত করা হয় ও ফাট ফেরি ‘রানীক্ষেত’ বিকল হয়ে মাওয়া ডক ইয়ার্ডে মেরামতাধীন আছে। ফলে ৫টি ফাট ফেরি, ২টি কে-টাইপ ফেরি ও ১টি রো রো ফেরি দিয়ে পারাপার করতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। 
এদিকে কাওড়াকান্দি ১নং ঘাটটি ২ দিন আগে বিকল হয়ে পড়ায় ও ৩নং ঘাট দিয়ে ভারি যানবাহন উঠানামা করতে না পারায় অচলাবস্থা প্রকট আকার ধারণ করেছে। মূলত কাওড়াকান্দি ২নং ঘাটটি এখন সচল রয়েছে। ফলে কাওড়াকান্দি ঘাটে এসে ফেরিগুলো আনলোড হতে দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে। 
রো রো ফেরি শাহ মখদুমের মাস্টার ইনচার্জ এমএম ইদ্রিস হোসেন সিরাজী বলেন, কাওড়াকান্দি থেকে মাওয়ার লৌহজং পয়েন্ট পর্যন্ত সম্পূর্ণই নাব্য সংকট থাকায় মাটির সঙ্গে ঘষা লেগে ফেরির তলদেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে ধীরে ধীরে ফেরি চলাচল করায় পারাপারে সময়ও ৩গুণ বেশি লাগছে। 
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান জানান, তীব্র নাব্য সংকট, কাওড়াকান্দির মাত্র ১টি ঘাট সম্পূর্ণভাবে ব্যবহার করা ও ফেরি স্বল্পতায় এ যানজটের সৃষ্টি হয়েছে। অন্য ঘাটগুলো দিন দিন ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় যান পারাপারে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে। 
এদিকে বিআইডব্লিউটিসি’র ঘাট ইজারাদার আবুল আলম হাওলাদার জানান, কাওড়াকান্দি ঘাট থেকে দৌলতদিয়া ফেরি ঘাটে রো রো ফেরি ভাষা শহীদ বরকত স্থানান্তরিত, অন্যান্য ফেরি বিভিন্ন সমস্যা এবং নদীর নাব্যতা সংকট হওয়ায় কম গাড়ি নিয়ে ফেরিগুলো চলাচল করায় দুই পাড়ে যানজটের তীব্রতা বেড়েছে। 
তিনি আরো বলেন, আজ রবিবার ফেব্রুয়ারি সকাল থেকে কাওড়াকান্দি ঘাটে যাত্রীবাহী বাস, কাঁচামালবাহী ট্রাক ও অন্যান্য ছোটবড় গাড়িসহ প্রায় ৫ শতাধিক গাড়ি ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
Read More ... »

মজুরি চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ ৪ জন আহত

শ্রমিকের মজুরি চাওয়াকে কেন্দ্র শিবচরের কাদিরপুরে সংঘর্ষে এক নারীসহ ৪ জন আহত হয়েছে।
এলাকাবাসী ও হাসপাতালে ভর্তি আহতরা জানায়, গতকাল শনিবার বিকেলে রাজমিস্ত্রি নুর আলম বকেয়া টাকা চাইতে উপজেলার কাদিরপুর ইউনিয়নের সিকিম মাদবরকান্দির এসকান বেপারির বাড়িতে যায়। বকেয়া টাকা চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে এসকান বেপারি (৩৫), তার স্ত্রী শাহীনুর (৩০), সেলিম বেপারি (৩০) আহত হয়। পরে আহতদের হাসপাতালে আনলে প্রতিপক্ষের হামলায় হাসপাতালেই নুর আলম (৩৩) গুরুতর আহত হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় মামলা হয়েছে।
Read More ... »

পদ্মা নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ ও লক্ষাধিক টাকার জাল পুড়িয়েছে ভ্রাম্যমান আদালত

আজ মঙ্গলবার শিবচরের কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ বাঁধ উচ্ছেদ ও লক্ষাধিক টাকার অবৈধ জাল আটক করে সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে।
শিবচর উপজেলা মৎস অফিস সূত্র জানায়, আজ সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ তালুকদারের নেতৃত্বে উপজেলার কাঁঠালবাড়ি এলাকার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি আড়াআড়ি গাড়াবাঁধ সম্পূর্ণ কেটে ফেলা হয়। অবৈধ বাঁধটির মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। এছাড়া জাটকা ধরার কোনা বেড় জাল ১শ মিটার, ১ হাজার মিটার কারেন্ট জাল, ২শ মিটার টানা বেড় জাল আটক করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা বলে জানা যায়। পরে আটককৃত জাল নদীর তীরে এনে পুড়িয়ে দেওয়া হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মনিরুল মামুন, সহকারী উপজেলা মৎস অফিসার মো. জহিরুল হক প্রমূখ।
উপজেলা মৎস অফিসার মনিরুল মামুন বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। নদীতে অবৈধ জাল দিয়ে ধরা এবং নদী জোড়া বাঁধ দিয়ে মাছ ধরা কোন কারণেই মেনে নেওয়া হবে না।
Read More ... »

শিবচরে সিরাজগঞ্জের ছিনতাইকৃত ট্রাক উদ্ধার

ঢাকা-খুলনা মহাসড়কের দত্তপাড়া থেকে আজ ছিনতাইকৃত একটি ট্রাক উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট আসাদ জানান, ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের দত্তপাড়া এলাকায় আজ সকালে একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৪-৭৩০৯) পাশে কতিপয় মানুষকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে হাইওয়ে পুলিশের সন্দেহ হয়। এসময় পুলিশ ট্রাকটির কাছাকাছি গেলে ৩/৪ জন দৌড়ে পালিয়ে যায়। পরে ট্রাকের সাথে কাউকে খুঁজে না পেয়ে ট্রাকের পিছনে লেখা নাম্বারটিতে যোগাযোগ করে জানা যায় ট্রাকটি সয়াবিন তেল বোঝাই অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর কাছ থেকে গত শনিবার রাতে ছিনতাই হয়েছিল। ট্রাকটিকে উদ্ধার করে পাঁচ্চর ফাঁড়িতে রাখা হয়েছে। ট্রাকটি রংপুরের আঙ্গুর মিয়ার মালিকানাধীন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। 
Read More ... »

স্পীডবোট শ্রমিকদের হামলায় ফেরি ভাংচুর : মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ফেরি স্টাফরা

স্পীডবোট শ্রমিকরা হামলা চালিয়ে একটি ফেরি ভাংচুর ও ৪ ফেরি স্টাফকে আহত করার ঘটনায় আজ রোববার রাত ৮টা থেকে মাওয়া-কাওড়াকান্দি রুটে সকল ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ফেরি স্টাফরা। ফলে উভয় ঘাটে প্রায় পাঁচ শতাধিক যানবাহন আটকে পড়েছে।
বাংলাদেশ ইনল্যাল্ড মাস্টার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও রো রো ফেরি শাহ মখদুমের মাস্টার ইনচার্জ ইদ্রিস হোসেন সিরাজী জানান, আজ সকালে মাওয়া ২নং ফেরি ঘাটে কে-টাইপ ফেরি যমুনা ঘাটে ভেড়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী স্পীডবোট ঘাটে রাখা ২টি স্পীডবোটকে ধাক্কা দেয়। এতে স্পীডবোট স্টাফরা প্তি হয়ে যমুনা ফেরিটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। স্পীডবোট স্টাফদের হামলায় যমুনা ফেরির মাস্টার ইনচার্জ মো. শাজাহান মিয়াসহ অন্য ৩ স্টাফ শাহ জামাল, ফয়জুল্লাহ ও ইব্রাহিম গুরুতর আহত হয়। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই সূত্রধরে আজ রাত ৮টা থেকে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে তারা জানান।
মাওয়া সীবোট মালিক সমিতির সভাপতি বাবুল ঢালী বলেন, সকালে ফেরির ধাক্কায় ৪টি স্পীডবোটের ব্যাপক ক্ষতি হওয়ায় ক্ষুব্ধ হয়ে স্পীডবোট স্টাফরা ফেরির মাস্টারসহ কয়েকজনকে মারপিট করেছে। মূলত এ ঘটনার জন্য স্পীডবোট চালকরাই দায়ী। ওরা স্পীডবোটগুলো ফেরি পল্টুনের সাথে বেঁধে রাখার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্পীডবোট স্টাফদের হামলার জের ধরে ফেরির বিভিন্ন শ্রমিক সংগঠন সন্ধ্যার পর থেকে এ ধর্মঘট শুরু করেছে।
Read More ... »

শিবচরে আন্তজেলা ডাকাত সরদার গ্রেফতার

শনিবার রাতে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামরা গ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত সরদার সাখাওয়াত মৃধা (৩২)কে শরিয়তপুর জেলার নড়িয়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে। 
পুলিশ জানায়, আন্তঃজেলা ডাকাত সরদার সাখাওয়াত মৃধা শনিবার রাতে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাচামারা গ্রামে তার শ্বশুর হাবিবুর রহমান শিকদারের বাড়িতে অবস্থান নেয়। পুলিশ তার উপস্থিতি টের পেয়ে তাকে গ্রেফতার করে নড়িয়া থানায় নিয়ে যায়। সাখাওয়াত মৃধার নামে শিবচর ও নড়িয়া থানায় ডাকাতি, অস্ত্র ও ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে।
Read More ... »

বন্দরখোলায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ নিহত

ঢাকা-খুলনা মহাসড়কের বন্দরখোলা নামক স্থানে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রহমান হাওলাদার নামে এক পথচারী নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১ টায় খুলনা থেকে একটি মাইক্রোবাস (চট্টগ্রাম মেট্রো চ-১১৩৮১৫) ঢাকা যাওয়ার পথে বন্দরখোলা নামক স্থানে আবদুর রহমান হাওলাদার (৭০) রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে। নিহত আবদুর রহমান হাওলাদার রাজারচর মোল্লাকান্দি গ্রামের মৃত আনসার আলীর ছেলে।
Read More ... »

সড়ক দুর্ঘটনায় মাদারিপুর এনটিভি প্রতিনিধি আহত

মাদারীপুরের এনটিভির জেলা প্রতিনিধি এম আর মুর্তজা একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আজ রাত ৮টার দিকে সদর উপজেলার মহিষের চর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 
জানা গেছে, পেশাগত কাজ শেষ করে তিনি মোটরসাইকেল যোগে শিবচর থেকে মাদারীপুর ফিরছিলেন। পথিমধ্যে, তিনি সদর উপজেলার মহিষের চরের পাকা মসজিদের কাছে ব্রিজের গোড়ায় বেনাপোল থেকে শরিয়পুরগামী ফেম পরিবহনকে সাইড দিতে দিয়ে গর্তে পড়ে যান। এতে তার মোটরসাইকেলটি ভেঙে চুরমার হয়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।মোটসাইকেলে তার পেছনে বসা বন্ধু শিবু চক্রবর্তীও আহত হয়েছেন; অবশ্য তার ক্ষত ততটা গুরুতর নয়। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।
Read More ... »

নিলখী ইউনিয়ন থেকে জুয়ার বোর্ড ও টাকাসহ ১১ জন গ্রেফতার

শিবচর উপজেলার নিলখীর বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে পুলিশ জুয়ার বোর্ড ও টাকাসহ চারটি দলের ১১ সদস্যকে গ্রেফতার করেছে। 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল জানান, নিলখীর বন্দর বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে বিচার গানের আসরকে ঘিরে ৪টি জুয়ার বোর্ড বসে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নগদ ৬ হাজার ৭৬ টাকাসহ তাদের গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলেন- সামছু বেপারি, শাহীন বেপারি, আলমগীর সরদার, কাজল বেপারি, আজিজ মোড়ল, সেলিম শেখ, ইরফান, টোকন মাদবর, ইমারত মাদবর, সাহাদাত ফকির, আজাদ মল্লিক।
Read More ... »

কাওড়াকান্দি ফেরি ঘাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক যাত্রীর মৃত্যু

কাওড়াকান্দি ফেরি ঘাটে অজ্ঞান পার্টির কবলে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। 
বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয় নিহার রঞ্জন (৫০) নামের এই ব্যক্তির। তবে তার বাড়ি কোথায় তা জানা যায়নি। 
পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আসাদুল ইসলাম সাংবাদিকদের জানান, বুধবার রাতে কাওড়াকান্দি ঘাট থেকে হাইওয়ে পুলিশ অচেতন অবস্থায় এই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। 
তিনি জানান, হাসপাতালে তার একবার জ্ঞান ফিরেছিল। তখন তিন নিজের নাম নিহার রঞ্জন এবং বাবার নাম নরেশ বলে জানিয়েছিলেন। কিন্তু বাড়ির ঠিকানা জানানোর আগে দ্বিতীয় দফা জ্ঞান হারান। এ অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। 
শিবচর থানার ওসি মো. আবদুল জলিল জানান, এই ব্যক্তি ফেরি ঘাটে অজ্ঞান পার্টির কবলে পড়েছিলেন বলেই তাদের ধারণা। তার লাশ শিবচর থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা হয়েছে।
Read More ... »

ডাকাতির সময় শিবচরে ৪ ডাকাত অস্ত্রসহ আটক : ২ পুলিশ কর্মকর্তা আহত


ডাকাতির সময় গত বুধবার রাতে ঘর মধ্যে দুই ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। এছাড়া পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করে আরও দুই ডাকাত। পুলিশ ডাকাতদের কাছ থেকে একটি কাটা রাইফেল, একটি পাইপ গান, একটি চাপাতি ও একটি ডেগার উদ্ধার করেছে। গ্রেফতারের সময় ডাকাতের হাতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। 
শিবচর থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কয়েক দিন আগে শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামে ও সন্ন্যাসীরচর ইউনিয়নের পাটকান্দি এলাকায় দুই বাড়িতে ডাকাতির হয়। এ কারণে উপজেলার বিভিন্ন স্থানে রাতে পুলিশ টহল আরও জোরদার করা হয়। গত বুধবার রাতে বহেরাতলা ইউনিয়নের লপ্তের সরকারের চর গ্রামের (বারো ঘর) আমিনুল হাওলাদারের ঘরে সিঁদ কেটে ৭/৮ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। গোপন সংবাদ পেয়ে শিবচর থানার ওসি আবদুল জলিলের নেতৃত্বে পুলিশ ওই বাড়ি ঘিরে ফেলে। পুলিশের টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ দুর্ধর্ষ ডাকাত ডালিম খান (২৭) ও বোরহান খানকে (৩০) ঝাপটে ধরে। এ সময় ডকাতের কামড়ে শিবচর থানার এস আই শেখ আবদুল্লাহ ও এস আই মো. আনোয়ার আহত হন। আটককৃত দুই ডাকাতের স্বীকারোক্তি মতে একটি কাটা রাইফেল, একটি পাইপ গান, একটি চাপাতি ও একটি ডেগারসহ শরাফ উদ্দিন (২৮) নামের এক ডাকাতকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। রাতে ডাকাতি শেষে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার সময় ভাঙ্গা উপজেলার কালা মৃধা বাজার থেকে ওই ডাকাত দলের সর্দার বজলু দফাদারকে (৩৫) গ্রেফতার করা হয়। ডাকাতদের কাছ থেকে গত ১২ফেব্র“য়ারি সংঘটিত ছলেনামা ‘হাওলাদার বাড়ি’র ডাকাতি হওয়া একটি মোবাইল উদ্ধার করা হয়। আহত দুই পুলিশ পুলিশ কর্মকর্তা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
গ্রেফতারকৃত ডাকাত ডালিম খান বহেরতলা ইউনিয়নের সেনেরবাট গ্রামে মৃত আবদুস সাত্তার খানের ছেলে, বোরহান খান একই গ্রামের গিয়াস খানের ছেলে, শরাফ উদ্দিন নিলখি ইউনিয়নের কলাতলা গ্রামে শাজাহান চৌকদারে ছেলে এবং ডাকাত সর্দার বজলু শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকইর গ্রামের আবদুল খালেক দফাদারের ছেলে। 
Read More ... »

শিবচরের দ্বিতীয়খণ্ডে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভুত

১৪ ফেব্রুয়ারি রাতে উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে অগ্নিকাণ্ডে ৫টি দোকানঘর সম্পূর্ণরূপে ভস্মীভুত হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল।
জানা যায়, ১৪ ফেব্রুয়ারি রাত ৩টায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে লিটন আকন্দের ঔষধের দোকান, সোহাগের বৈদ্যুতিক মালামালের দোকান, সেলিমের থান কাপড়ের দোকান, শফি খলিফার মুদি দোকান, ইব্রাহীম মাদবরের টেইলার্স ও থান কাপড়ের দোকান সম্পূর্ণ ভস্মীভুতহয়। এলাকাবাসী ২ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
Read More ... »

শিবচরে দুই বাড়িতে ডাকাতি, আহত এক : ২ লক্ষাধিক টাকার মালামাল লুট

আজ রবিবার শেষরাতে শিবচরের পূর্ব সন্ন্যাসীরচর পাটকান্দি এলাকায় দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের হামলায় ঝনু মন্ডল (৩২) নামের এক মহিলা আহত হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, শেষ রাতে ১২/১৩ জনের ডাকাতদল মন্টু কর্মকারের প্রবাসী ছেলে গোকুল কর্মকার ও পার্শ্ববর্তী গ্রাম্য চিকিৎসক অনুকুল কর্মকারের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে ডাকাতদল সবার হাত-পা বেঁধে ৫টি মোবাইল সেট, ৬ ভরি স্বর্ণালংকারসহ দু’লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এলাকাবাসী টের পেয়ে এগিয়ে আসলে ডাকাতদল ৩টি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। 
Read More ... »

মাওয়া-কাওরাকান্দি নৌরুটে যানজট পরিস্থিতির আরো অবনতি

আজ শুক্রবার মাওয়া-কাওরাকান্দি রুটের যানজট পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। ফলে পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকভর্তি কাঁচামালে পচন দেখা দিয়েছে। উভয় ঘাটের প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে অন্তত এক হাজার ১০০ যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ ঘাট সূত্র জানায়, তীব্র নাব্যতা সংকট, দুটি ঘাট বিকল ও ফেরিস্বল্পতার সঙ্গে ফরিদপুরের জাকের মঞ্জিল ও চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব উৎসবের ভক্তদের বহনকারী গাড়ির চাপে আজ ঘাট এলাকায় অচলাবস্থা আরো প্রকট আকার ধারণ করে। একটি ফেরি দৌলতদিয়া ঘাটে স্থানান্তর ও অপর একটি বিকল থাকায় যানজট পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ ছাড়া ১ ও ৩ নম্বর ঘাট নাব্যতা সংকটের কারণে প্রায়ই অচল বলে জানা যায়। ট্রাকচালক নজরুল ইসলাম বলেন, 'দুদিন ধরে পার হইতে না পারায় পেঁয়াজে পচন ধরছে। তা ছাড়া এই ঘাটে কোনো টার্মিনাল বা বিশ্রামাগার না থাকায় আমরা খেয়ে না-খেয়ে আছি।' বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান জানান, তীব্র নাব্যতা সংকটের কারণে কাওরাকান্দির দুটি ঘাট প্রায় অচল হয়ে পড়ায় এবং ফেরিস্বল্পতায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
Read More ... »

শিবচরে শিক্ষককে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি

শুক্রবার শেষ রাতে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামে দুই শিক্ষকের বাড়িসহ ৪ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল কুপিয়ে সামসুদ্দিন হাওলাদার, তার ছেলে শাহীন হাওলাদার ও মেয়ে নাজমা আক্তারকে গুরুতর আহত করে। সামসুদ্দিন হাওলাদার ও শাহীনকে রাতেই আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্র জানায় , শুক্রবার রাত আনুমানিক আড়াই টায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র সজ্জিত ২০/২৫ জনের ডাকাতদল স্কুল-শিক্ষক মিজানুর রহমান ফারুকের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে পরিচিতদের দিয়ে পার্শ্ববর্তী অপর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবুল হোসেন, ব্যবসায়ী সামসুদ্দিন হাওলাদার ও হাবিবুর রহমান হাওলাদারের ঘরে ঢুকে লুটপাট চালায় ডাকাতরা। ডাকাতদল এসময় নগদ টাকা স্বর্ণালংকার, মোবইল সেটসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। এসময় চাবি দিতে দেরি হওয়ায় ডাকাতরা সামসুদ্দিন হাওলাদার (৫১), তার ছেলে শাহীন হাওলাদার (২৫) ও মেয়ে নাজমা আক্তার (২৩) কে কুপিয়ে জখম করে। আহতদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রতন শেখ (৩২) নামের এক ডাকাতকে ব্যবহৃত রাম দা ও একটি মোবাইল সেটসহ আটকে রাখে আহতরা। এসময় এলাকাবাসী আটক ডাকাতকে গণপিটুনী দেয়। 
রাতেই শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিলসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে ধৃত ডাকাতকে গ্রেফতার করে রামদা ও মোবাইল সেটটি জব্দ করে। ডাকাত দলের বাকি সদস্যদের ধরতে এখনো অভিযান চলছে। রাতেই আহত সামসুদ্দিন হাওলাদার ও শাহীন হাওলাদারকে ফরিদপুর পাঠানো হয়েছে। ডাকাত রতন শেখকে আশংকাজনক অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Read More ... »

বৈচিত্র্যময় বাছুর

শিবচর উপজেলার রাজারচর মফিতুল হাওলাদার কান্দি গ্রামের প্রাইমারি শিক্ষক চান খাঁর একটি গাভি আজ দুপুরে বৈচিত্র্যময় বাছুর প্রসব করে। বাছুরটির মানুষ আকৃতির মত মাথা, কান, গলা ও চোখ। সামনের পা দুটি মানুষের হাতের মত এবং বুকের নিচের অংশ সম্পূর্ণ গরুর আকৃতি। বাছুরটি দেখার জন্য হাজার হাজার গ্রামবাসী চান খাঁর বাড়িতে ভিড় জমায়। দু’ঘণ্টা বেঁচে থাকার পর বাছুরটির মৃত্যু হয়।
Read More ... »

সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া হলো না

শিবচর উপজেলার দাখিল পরীক্ষার্থী কাইয়ুম খান সড়ক দুর্ঘটনার কারণে তার পরীক্ষা দেওয়া হলো না। আজ সকালে দত্তপাড়া থেকে একটি নসিমন যোগে কাইয়ুম শিবচর পরীক্ষা কেন্দ্রে রওয়ানা করে। এসময় খানকান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নসিমনকে ধাক্কা দিলে নসিমনটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় কাইয়ুমসহ ৬ জন আহত হয়। পরীক্ষার্থী কাইয়ুমের অবস্থা সংকটনাপন্ন থাকায় তাকে ফরিদপুর মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Read More ... »

শিবচরে ট্রিপল মার্ডারসহ ১৩ মামলার আসামি গ্রেফতার

আজ সকালে ফতুল্লা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাদিরপুর গ্রাম থেকে ট্রিপল মার্ডারসহ ১৩ মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী ফিরোজ চৌধুরী (৩৫)কে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ফিরোজ চৌধুরীর নামে ৩টি মার্ডার, অস্ত্র, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ ১৩টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন আত্মগোপন থাকায় তাকে আজ সকালে ফতুল্লা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শিবচরের কাদিরপুর গ্রামের ইউসুফ মাদবরের বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফিরোজ চৌধুরী শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের আদম আলী চৌধুরীর ছেলে।
Read More ... »

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের প্রতিবাদে শিবচরে ছাত্রলীগের মিছিল থেকে জামায়াত নেতার লাইব্রেরি ভাংচুর : এক শিক্ষক লাঞ্ছিত

ছাত্র শিবিরের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহতের ঘটনার প্রতিবাদে আজ বুধবার সন্ধ্যায় শিবচর পৌর বাজারে ছাত্রলীগের মিছিল থেকে ক্ষুব্ধ কর্মীরা জামায়াত ইসলামীর নেতার একটি লাইব্রেরিতে হামলা চালিয়েছে। এসময় জামায়াত ইসলামীর সাবেক রোকন সদস্য স্থানীয় আল বাইতুল মামুর সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আবুল বাশারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ছাত্রলীগের কর্মীরা। সূত্র জানায়, সন্ধ্যায় ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মিছিল থেকে বিক্ষুব্ধ কর্মীরা পৌর বাজারের জামায়াত নেতা আ. আজিজ খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রফেসর লাইব্রেরিতে হামলা চালিয়ে ভাংচুর চালায়।
Read More ... »

শিবচরে বিক্রয় নিষিদ্ধ ৫৪ ক্যান বিয়ারসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

আজ মঙ্গলবার রাত ৮টায় শিবচর পৌর বাজার থেকে মাদারীপুর র‌্যাব ৫৪ ক্যান বিক্রয় নিষিদ্ধ বিয়ারসহ ৪ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র‌্যাব-৮ এর কর্নেল নূর হাসানের নেতৃত্বে রাতে শিবচর পৌর বাজারের ৪টি কনফেকশনারি দোকানে অভিযান চালিয়ে বিশ্বনাথ ব্যানার্জী (৩০), মিরাজ খান (২০), শহিদ চোকদার (২৪) ও সাদ্দাম চোকদার (২৫)কে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাড়ি থেকে ৫৪ ক্যান বিক্রয় নিষিদ্ধ বিয়ার উদ্ধার করা হয়। এ ব্যাপারে শিবচর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।
Read More ... »

শিবচরে অর্ধলক্ষ টাকার সরকারি ঔষধসহ অসাধু ব্যাবসায়ী গ্রেফতার

আজ সোমবার দুপুরে মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়া ইউনিয়ন থেকে অর্ধ লক্ষ টাকার সরকারি ঔষধসহ এক অসাধু ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শিবচর থানা সূত্রে জানা যায়, দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই মোবারক গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দত্তপাড়া চৌধুরি বাড়ির সামনের রাস্তা থেকে বাইসাইকেলযোগে যাওয়ার সময় সরকারি ঔষধসহ সঞ্জিত কুমার পুন্ডরী নামে এক অসাধু ব্যাবসায়ীকে আটক করেন। পরে তার নিকট থেকে এমক্সিসিলিন ড্রাই সিরাপ, এমক্সিসিলিন পেডিয়াট্রিক ড্রপ, কো-ট্রাইমোকসাজোল ট্যাবলেট, কোরাম ফেনিকল আই ড্রপস,আলবেনডাজল, ডাইরোজিল, মেট্রোনিডাজল সহ বিভিন্ন প্রকারের ঔষধ উদ্ধার করা হয়। তাকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। আটক সঞ্জিত বোয়ালমারী থানার চাঁদপুর ইউনিয়নের মৃত পঞ্চানন পুন্ডরীর ছেলে।
আটককৃত সঞ্জিত জানান, তিনি ভাঙ্গা থানার ভোলানাথ ফার্মেসি থেকে উক্ত সরকারি ঔষধ কিনে এনেছেন। তিনি আরও বলেন, শিবচর সরকারি স্বাস্থ কমপ্লেক্স ও ভাঙ্গা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ সকল ঔষধ বের হয়ে তাদের নিকট আসে। পরে তারা এসকল সরকারি ঔষধ বিভিন্ন ইউনিয়নের ঔষধ ব্যাবসায়ীদের সরবরাহ করে থাকেন। গত এক বছর যাবৎ তিনি শিবচরের ও ভাঙ্গা থানার কয়েকজন বড় ব্যাবসায়ীদের সঙ্গে এ ব্যাবসা করছেন বলে দাবী করেন। এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Read More ... »

১১শ’ প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র, হুইল চেয়ার বিতরণ


আজ দুপুরে শিবচরের প্রায় ১১শ’ দুঃস্থ ও প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্রসহ হুইল চেয়ার, সাদাছড়ি বিতরণ করেছে ৩টি সংগঠন।
দুপুরে শিবচর কমিউনিটি সেন্টারে মাদারীপুর জেলা সমিতি, উপজেলা যুবলীগ ও প্রতিবন্ধী শিশুশিক্ষা সেবা সংস্থার উদ্যোগে ১১শ’ শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও প্রায় ২০ জন শিশুর মাঝে হুইল চেয়ার, সাদাছড়ি শব্দযন্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস, পরিবহন নেতা মনির চৌধুরী, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাদের খান মিলু, ঢাকাস্থ মাদারীপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক লোকমান মোল্লা, যুগ্ম সম্পাদক পারভেজ খান উপস্থিত ছিলেন।
Read More ... »

শিবচরে ২০ হাজার টাকা ছিনতাই, কৃষককে কুপিয়ে জখম

শিবচরে হালের বলদ কেনার জন্য টাকা নিয়ে হাটে যাওয়ার সময় সঙ্ঘবদ্ধ দুর্বৃত্তরা ২০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনতাই করে। এসময় ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে হালেম খাঁ (৫০) নামে এক কৃষককে। তাকে প্রথমে শিবচর হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পাঁচ্চর মৃধাকান্দি গ্রামে। কৃষক হালেম খাঁ মঙ্গলবার সকালে চর বাচামারা গ্রাম থেকে হালের বদল কেনার উদ্দেশ্যে উৎরাইল হাটে রওয়ানা করে। এসময় পাঁচ্চর মৃধাকান্দি এলাকায় রাস্তার পাশে ওৎ পেতে থাকা শহিদ শরিফ, সুমন শরিফ, লোকমান শরিফ, বারেক মৃধাসহ আরো ৪/৫ জন দুর্বৃত্ত হালেম খাঁর কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনতাই করে। কৃষক আর্ত্মচিৎকার শুরু করলে দৃর্বুত্তরা তাকে এলোপাথারিভাবে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে শিববচর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন