কাওড়াকান্দি ফেরি ঘাটে অজ্ঞান পার্টির কবলে পড়ে এক ব্যক্তি মারা গেছেন।
বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয় নিহার রঞ্জন (৫০) নামের এই ব্যক্তির। তবে তার বাড়ি কোথায় তা জানা যায়নি।
পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আসাদুল ইসলাম সাংবাদিকদের জানান, বুধবার রাতে কাওড়াকান্দি ঘাট থেকে হাইওয়ে পুলিশ অচেতন অবস্থায় এই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তিনি জানান, হাসপাতালে তার একবার জ্ঞান ফিরেছিল। তখন তিন নিজের নাম নিহার রঞ্জন এবং বাবার নাম নরেশ বলে জানিয়েছিলেন। কিন্তু বাড়ির ঠিকানা জানানোর আগে দ্বিতীয় দফা জ্ঞান হারান। এ অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
শিবচর থানার ওসি মো. আবদুল জলিল জানান, এই ব্যক্তি ফেরি ঘাটে অজ্ঞান পার্টির কবলে পড়েছিলেন বলেই তাদের ধারণা। তার লাশ শিবচর থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা হয়েছে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment