সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

শিবচরে অর্ধলক্ষ টাকার সরকারি ঔষধসহ অসাধু ব্যাবসায়ী গ্রেফতার

আজ সোমবার দুপুরে মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়া ইউনিয়ন থেকে অর্ধ লক্ষ টাকার সরকারি ঔষধসহ এক অসাধু ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শিবচর থানা সূত্রে জানা যায়, দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই মোবারক গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দত্তপাড়া চৌধুরি বাড়ির সামনের রাস্তা থেকে বাইসাইকেলযোগে যাওয়ার সময় সরকারি ঔষধসহ সঞ্জিত কুমার পুন্ডরী নামে এক অসাধু ব্যাবসায়ীকে আটক করেন। পরে তার নিকট থেকে এমক্সিসিলিন ড্রাই সিরাপ, এমক্সিসিলিন পেডিয়াট্রিক ড্রপ, কো-ট্রাইমোকসাজোল ট্যাবলেট, কোরাম ফেনিকল আই ড্রপস,আলবেনডাজল, ডাইরোজিল, মেট্রোনিডাজল সহ বিভিন্ন প্রকারের ঔষধ উদ্ধার করা হয়। তাকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে। আটক সঞ্জিত বোয়ালমারী থানার চাঁদপুর ইউনিয়নের মৃত পঞ্চানন পুন্ডরীর ছেলে।
আটককৃত সঞ্জিত জানান, তিনি ভাঙ্গা থানার ভোলানাথ ফার্মেসি থেকে উক্ত সরকারি ঔষধ কিনে এনেছেন। তিনি আরও বলেন, শিবচর সরকারি স্বাস্থ কমপ্লেক্স ও ভাঙ্গা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ সকল ঔষধ বের হয়ে তাদের নিকট আসে। পরে তারা এসকল সরকারি ঔষধ বিভিন্ন ইউনিয়নের ঔষধ ব্যাবসায়ীদের সরবরাহ করে থাকেন। গত এক বছর যাবৎ তিনি শিবচরের ও ভাঙ্গা থানার কয়েকজন বড় ব্যাবসায়ীদের সঙ্গে এ ব্যাবসা করছেন বলে দাবী করেন। এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন