শেখ এহছানুল হক খোকন (কুয়েত থেকে)॥ গত ২৭ আগস্ট কুয়েত সিটির গুলশান হোটেলে শিবচর প্রবাসী সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। সমিতির সভাপতি মোঃ সোহবার হোসেন খলিফার সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন- আতাউল গণি মামুন, অন্যতম সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী; বিশেষ অতিথি শেখ আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ; নেকমোহাম্মদ, সমিতির উপদেষ্টা ও বাংলাদেশ সম্মিলিত মিডিয়া গ্রুপ কুয়েত; আকবর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী; অলিউল্লাহ্ খালাসী, বিশিষ্ট ব্যবসায়ী; মোঃ ইয়াকুব, বুর্যো চীপ আজকের সূর্যোদয়; বিশিষ্ট লেখক ও কলামিস্ট আলী আজম; প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত; মনির হোসেন মন্টু, সভাপতি ঋতুরঙা শিল্পী গোষ্ঠী; মইন উদ্দিন মইন, সভাপতি সবুজ বাংলা সাংস্কৃতিক জোট; আব্দুল লতিফ, বিএনপি নেতা; আলহাজ্ব মমতাজ উদ্দিন, সভাপতি জাতীয় পার্টি; ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক জাতীয়পার্টি; আল-আমিন চৌধুরী স্বপন, বিএনপি নেতা; সাংবাদিক শেখ এহছানুল হক খোকন; ইমতিয়াজ, প্রতিনিধি আজকের সূর্যোদয়; কবি জাহাঙ্গীর হোসেন বাবলু সহ সামাজিক, রাজনৈতিক ও দুর দুরান্ত থেকে আগত দুই শতাধিক ধর্মপ্রাণ মুসলমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে শিবচর প্রবাসী সমবায় সমিতির সহ সভাপতি ফোরহাদ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম (বাচ্চু) ও সদস্যদের মধ্যে মোঃ সাইফুর রহমান, রফিকুল ইসলাম, মাসুদ মাতবর, সহিদ উল্লাহ খালাসী, এম.এ মান্নান মিয়া, উজ্জ্বল হোসেন, ফারুল মোড়ল, হাফেজ খলিফা, মোক্তার হোসেন, শরিয়ত উল্লাহ খালাসী, রফিকুল ইসলাম, মাসুদ হাওলাদার, সরোয়ার হোসেন, মোঃ মাদুস আলী, মুছলেম তালুকদার, নওসের আলী, মাসুদ খান, আব্দুর রাজ্জাক ফকির, আঃ বারেক মিয়া, মিজানুর রহমান, সুরুজ মিয়া তালুকদার, মহতাব খান, ওমর ফারুক, মজিবর সিকদার, রাখিতুল্লাহ ভূইয়া, আক্কাছ বেপারী, মোঃ রাফি সহ কর্মকর্তা ও সকল সদস্যের উপস্থিতি ও ভ্রাতৃত্বপূর্ণ আলোচনা প্রবাসের মাটিতে উৎসাহ ও প্রেরণার সঞ্চার করে। মাওলানা ইসমাইল হোসেনের দোয়া মাহফিলে শিবচর প্রবাসী সমবায় সমিতি সহ সকল প্রবাসী মুসলামানদের জন্য দোয়া করেন। ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।