সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

মাদবরচর ইউনিয়নে দুই কৃষককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের লপ্তিকান্দি গ্রামে বিকেলে ক্ষেতে আখ কাটার সময় দুই কৃষককে পূর্ব শত্রুতার জের ধরে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। জানা যায়, শিবচর উপজেলার মাদবরচর লপ্তিকান্দি গ্রামে কৃষক বাচ্চু বেপারী (৪৫) ও তার ছোটভাই শহিদ বেপারী (৩৬) তাদের নিজ ক্ষেতে আখ কাটার সময় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী জলিল আকন, মালেক আকন, কালাম আকন সহ আরো ৪/৫ জন সন্ত্রাসী সহোদর দুই কৃষককে ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে আখ ক্ষেতে রেখে যায়। পরে এলাকাবাসী তাদের আর্ত্মচিৎকারে এগিয়ে এসে দুইজনকে মুমূর্ষু অবস্থায় শিবচর হাসপাতালে ভর্তি কর। আহতরা আশংকাজনক বিধায় ডাক্তার তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ ব্যাপারে শিবচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
Read More ... »

দত্তপাড়া ইউনিয়নে গাছে ঝুলানো যুবকের লাশ


আজ সকালে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামে শিরিষ গাছের সাথে গলায় রশি বাঁধা কুদ্দুস নামের এক যুবক (৩২) এর লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী সকালে সড়কের পাশে শিরিষ গাছে ঝুলন্ত যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত যুবকের সামনে সাদা রঙের একটি পিকআপ (ফরিদপুর-ড-১১-০০০৪) রাখা। নিহত কুদ্দুসের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শ্রীকৃষ্ণদি গ্রামে। তার পিতার নাম আব্দুল বারেক মৃধ। তার পরিবারের পক্ষ থেকে একে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিবচর থানার ওসি আবদুল জলিল জানান, শুক্রবার সকালে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের একটি পাকা সড়কের পাশে শিরিষ গাছের সাথে গলায় রশি দিয়ে বাঁধা অবস্থায় একটি লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।




Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন