শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ইব্রাহিম শিকদার (২৬) এর লাশ ফেলে রেখে পালিয়ে গেছে সহপাঠী বন্ধুরা। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত ১০ টায়।
জানা যায়, নিহত ইব্রাহিমের সহপাঠী জামাল বেপারি ও আমির হোসেনসহ আরো ৪-৫ জন তাকে ভ্যানযোগে মুমূর্ষ অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে হাসপাতালে সামনে ইব্রাহিমের মৃত্যু হয়। তার মৃত্যুর পর লাশটি ভ্যান থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে সহপাঠীরা পালিয়ে যায়। নিহত ইব্রাহিমের বাড়ি পাঁচ্চর ইউনিয়নের হোগলারমাঠ ঢালিকান্দি গ্রামে। সে রাজ্জাক শিকদারের ছেলে।
নিহতর স্ত্রী জিয়াসমিন জানান, আমার স্বামীর সাথে জামাল বেপারি ও আমির হোসেন বাড়ির পার্শ্ববতীর্ একটি বাঁশ ঝাড়ে বসে বুধবার বিকালে তাস খেলছিল। পরবর্তী ঘটনা আমি কিছু জানি না। এখন শুধু স্বামীর লাশ পেয়েছি।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডা. মফিজুল রহমান জানান, আমরা রাত ১০টা ৩০ মিনিটে হাসপালে সামনে লাশটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পাই। পরে ব্যাপারটি শিবচর থানায় অবহিত করি। পুলিশকে জানানো সত্ত্বেও তারা লাশটি ১১ ঘণ্টা পর এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ডা. মফিজুল রহমান বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেছে।