(১৪ জুন, ২০১০):: উজান থেকে নেমে আসা ঢলে পদ্মা আড়িয়াল খাঁ সংযুক্ত সকল খাল-বিলে পানি বেড়ে শিবচরে অন্তত ১০ হাজার বিঘার পাট ও বাদাম ক্ষেত প্লাবিত হয়েছে। এতে প্রায় সাড়ে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষি কার্যালয় সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, গত ২/৩ দিনে উজান থেকে নেমে আসা ঢলে পদ্মাসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধিতে চরজানাজাত,কাঁঠালবাড়ি,বন্দরখোলাসহ উপজেলার প্রায় ৮ হাজার বিঘার পাটেক্ষেত ও ২ হাজার বিঘার বাদাম ক্ষেত প্লাবিত হয়। পানিতে পচন ধরার আশংকায় আগে ভাগেই পাট ও বাদাম তুলে নিতে বাধ্য হচ্ছে কৃষক। এতে করে উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যহত হওয়ার আশংকা করছে কৃষক।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, এ নিয়ে গত এক মাসে তৃতীয় দফা পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকরা মুষড়ে পড়েছেন। এতে করে ৭ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।