সোমবার (৩১ আগস্ট) রাত ৯টায় শিবচর হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাওড়াকান্দি ফেরিঘাট এলাকা থেকে ২১ লিটার ফেন্সিডিলসহ ৩ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ জানায়, যশোর থেকে ঢাকা যাওয়ার পথে মহিলা মাদক ব্যবসায়ীরা ফেরির অপেক্ষায় কাওড়াকান্দি ফেরি ঘাটে দাঁড়িয়ে থাকে। পুলিশ সন্দেহ করে রোজিনা (৩০), জাবেদা খাতুন (৪৫), বরকাতুন্নেছা (৪৮) এর হাতে থাকা তিনটি ব্যাগে তল্লাসি চালিয়ে পলিথিনে মোড়ানো ২১ লিটার ফেন্সিডিল উদ্ধার করে। পরে তাদেরকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের বাড়ি যশোর সদর থানার নারায়ণপুর গ্রামে। এই ব্যপারে শিবচর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শিবচরে ডাকাতি ২ লক্ষাধিক টাকার মালামাল লুট
রবিবার রাত একটায় শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ গ্রামে মোতালেব মাদবরের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। জানা যায়, ১০/১২ জনের শসস্ত্র ডাকাতদল জানালার গ্রিল কেটে মোতালেব মাদবরের ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২৩ হাজার টাকা, ২টি মোবাইল সেটসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
Subscribe to:
Comments (Atom)