মাদারীপুর-শিবচর-কাঁঠালবাড়ি সড়কের কাদিরপুর ইউনিয়নের দানেশ মোল্যার মোড় এলাকায় আজ বুধবার দুপুরে দ্রুতগামী একটি বাস বেবি ট্যাক্সিকে সাইট দিতে গেলে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ৪৫ জন আহত হয়। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যদর্শী, এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা যায়, কাদিরপুর ইউনিয়নের দানেশ মোল্যার মোড় এলাকায় আজ দুপুরে দ্রুতগামী বাস মাদবর এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রে-৫১৩৪) বেবি ট্যাক্সিকে সাইট দিতে গেলে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রেজাউল করিম তালুকদারের নেতৃত্বে সরকারি ১টি এম্বুলেন্সসহ আরো ২টি এম্বুলেন্সে দিয়ে আহতদের ঢাকা, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বরহামগঞ্জ জেনারেল হাসাপাতাল, পপুলার ক্লিনিক, মুক্তা ক্লিনিক, মেরি ক্লিনিকসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা নেয়া হয় আ. করিম বেপারী (৫৫), জয়নাল দেওয়ান (৫৫) ও সোনা গাছিকে (৭০)। অপর আহতরা হলেন আ. রব মাদবর (৫০), নুরজাহান (৩৫), আ. গফুর মাস্টার (৫৫). হাশেম খান (৬৫). বেবী বেগম (৪০), বাসের সুপারভাইজার ফরহাদ (৩৫), আ. রশিদ মোল্যা (৫০), মনির খান (২৭), রাবেয়া (৫), জোসনা (৩০), শাহাজাদ (৩৫), সোহাগ (২২), আজাদ (২৫), রিয়ামনি (৮ মাস) প্রমুখ। এদের সকলের বাড়ি শিবচরের বিভিন্ন এলাকায়।
