23 May 2010 :: 10:12 am
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে গত তিনদিনে শিবচরের পদ্মা তীরবর্তী চরাঞ্চলের ৪টি ইউনিয়নসহ সারা উপজেলার নিম্নাঞ্চলের কয়েক শ’ বিঘার পাকা বাদাম, পাকা ধান ও পাট আবারো প্লাবিত হয়েছে। পাকা ফসল হঠাৎ পানিতে তলিয়ে যাওয়ায় কিষাণ-কিষাণীদের দিনরাত ধরে ডুবিয়ে ডুবিয়ে বাদাম তুলতে ও ধান কাটতে দেখা গেছে।
সরেজমিনে পদ্মানদী বেষ্টিত চরজানাজাত, কাঁঠালবাড়ি, মাদবরচর গিয়ে দেখা যায়, লায়লার প্রভাবে গত ৭২ ঘণ্টায় পদ্মা ফুসে উঠে ৪/৫ ফুট পানি বৃদ্ধি পেয়ে পদ্মা ও সংযুক্ত নদী-নালার তীরবর্তী ফসলের ক্ষেত প্লাবিত হয়েছে। এরমধ্যে প্রায় ৫শ’ বিঘার বাদামের ক্ষেত, আড়াই শ’ বিঘার ধান, ৪শ’ বিঘার পাট তলিয়ে গেছে।
চরজানাজাত ইউপি চেয়ারম্যান বজলু সরকার বলেন, প্রায় ২০ দিন আগের পানিতে চরের ফসলের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে কৃষক সর্বশান্ত হয়েছে। আর এবার গত ৩ দিনের পানিতে বাদামের বেশি ক্ষতি হয়েছে। প্রায় পেকে যাওয়ায় কৃষকরা বাদাম, ধান ডুবিয়ে ডুবিয়ে তুলছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, পাকা ধান ও বাদাম ডুবে গেলেও এগুলো সম্পূর্ণ নষ্ট হবে না। পেকে যাওয়ায় ডুবে যাওয়া ফসলগুলোর ২০ ভাগ ক্ষতি হবে। আর দু-একদিন পানি থাকলে পাটগুলো নষ্ট হয়ে যাবে।
