(২৬ মে ২০১০) কালবৈশাখী ঝড়ে শিবচরের নিলখী ইউনিয়নের ৩টি গ্রামের অন্তত ৭০টি ঘর-বাড়ি ও ১টি প্রাথমিক স্কুল বিধস্ত ও অসংখ্য গাছপালা উপড়ে গেছে। এসময় ৪ জন গুরুতর আহত হয়েছে।
এলাকাবাসি জানায়, আজ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে শুরু হয় প্রচণ্ড কালবৈশাখী। ঝড়ো বাতাসে বিধ্বস্ত হয় নিলখী গোলাম জাহাঙ্গীর কবির প্রাথমিক বিদ্যালয়সহ কলাতলা চরকামারকান্দি, দক্ষিণ চরকামারকান্দি, সোনামিয়া মুন্সীকান্দি গ্রামের অন্তত ৭০টি টিনশেডের ও কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ঝড়ে ঘরের উপড়ে গাছ পড়ে একই পরিবারের মন্না খাঁ (৪৮), স্ত্রী রঙ্গমালা বিবি (৪২), ছেলে রোকন খাঁ (২৬) ও একই গ্রামের মোতালেব দরানি (৩০) গুরুতর আহত হয়েছে। আহতদের শিরুয়াইল উপ-স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।