15 April 2010 :: 07:11pm
অনিয়মের মাধ্যমে স্বাস্থ্য সহকারি পদে নিয়োগ দেয়ার অভিযোগে আজ (বৃহস্পতিবার) বিকেলে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক ভাংচুর চালিয়েছে চাকরিবঞ্চিতরা। এঘটনায় হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
হাসপাতাল সূত্র জানায়, বিকেল সাড়ে ৫টার সময় ২৫/৩০ জনের চাকরিবঞ্চিতদের একটি দল মিছিল সহকারে এসে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন কক্ষে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। বিক্ষুব্ধরা স্বাস্থ্য সহকারি পদে দুর্নীতি মানি না , মানবো না স্লোগান দিয়ে হাসপাতালের বিভিন্ন কক্ষের জানালার কাচ ভাংচুর করে। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও স্টাফরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চাকুরি বঞ্চিতরা পালিয়ে যায়। হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিক্ষুব্ধ চাকরিবঞ্চিতরা জানায়, বৃহস্পতিবার মাদারীপুর জেলা স্বাস্থ্য সহকারি পদের ফলাফল প্রকাশ হয়। এতে দেখা যায় অযোগ্যরা ৪/৫ লাখ টাকার মাধ্যমে চাকরিতে নিয়োগ পেয়েছে। তাই আমরা বিক্ষোভ করছি। এই ফলাফল আমরা মানি না।
কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ আহমেদ জানান, হঠাৎ ২৫/৩০ জনের চাকরিবঞ্চিতরা স্লোগান দিতে দিতে লাঠিসোটা নিয়ে জরুরি বিভাগসহ বিভিন্ন কক্ষে ভাংচুর চালিয়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস জানান, স্বাস্থ্য সহকারি পদে অনিয়মের মাধ্যমে নিয়োগের প্রতিবাদে চাকরিবঞ্চিতরা এ ভাংচুর চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভাংচুরকারীদের সনাক্ত করতে গোয়েন্দারা কাজ শুরু করেছে।
