আবারো যাত্রী প্রতি ৩ টাকা লঞ্চ ভাড়া বাড়ানো হলো দেশের গুরুত্বপূর্ণ মাওয়া-কাওড়াকান্দি রুটে। আজ সকাল থেকে এরুটের লঞ্চগুলো ১২ টাকার স্থলে ১৫ টাকা ভাড়া আদায় শুরু করেছে ।
কাওড়াকান্দি লঞ্চ মালিক সূত্র জানায়, আজ সোমবার সকালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে লঞ্চ মালিকদের এক সভায় লঞ্চ ভাড়া ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়। এসময় লঞ্চ মালিকরা বিআইডব্লিউটিএ নির্ধারিত ২২ টাকা ভাড়ার দাবী করেন। কিন্তু সভায় সর্বসম্মতিক্রমে ভাড়া ৩ টাকা বাড়িয়ে ১৫ টাকা নির্ধারণ করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আ. মান্নান হাওলাদার, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আ. মালেক মিয়া, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি কেএম মাহমুদুর রহমান, মাওয়া জোনের সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী, কাওড়াকান্দি জোন সভাপতি আতাহার বেপারি প্রমুখ।
এর আগে ১ জানুয়ারি কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ৩ টাকা ভাড়া বৃদ্ধি করে ১৫ টাকা ভাড়া আদায় শুরু করেছিল এ রুটের ৮১টি লঞ্চ। গত ২৬ ফেব্র“য়ারি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ৩ টাকা ভাড়া কমিয়ে ১২ টাকা ভাড়া আদায় শুরু হয়েছিল।
কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার হোসেন বেপারি বলেন, বিআইডব্লিউটিএ মাওয়া-কাওড়াকান্দির নির্ধারিত ভাড়া ২২ টাকা। অথচ আমরা দীর্ঘদিন ধরে ১২ টাকা আদায় করছি। ফলে এরুটের লঞ্চ মালিক শ্রমিকরা মারাত্মকভাবে অর্থনৈতিক ক্ষতিগ্রস্থ হচ্ছি। এরই প্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয়ে সভার মাধ্যমে ভাড়া ১২ টাকার স্থলে ১৫ টাকা করা হয়েছে। ৩ মাস পর আবারো সভা করে ভাড়া ২২ টাকা করার আশ্বাস পাওয়া গেছে মন্ত্রণালয় থেকে।