সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

কাওড়াকান্দি-ভাঙ্গা রুটে লোকালবাস ও মাইক্রো চলাচল বন্ধ

১৫ ডিসেম্বর, ২০১০:: লোকাল বাস ও মাইক্রোবাস শ্রমিকদের সংঘর্ষের জের ধরে আজ বুধবার সকাল থেকে কাওরাকান্দি-ভাঙ্গা হয়ে সাত রুটে লোকাল বাস-মাইক্রোবাস চলাচল বন্ধ রয়েছে। দফায় দফায় সংঘর্ষে এ পর্যন্ত পাঁচটি যানবাহন ভাঙচুর ও ১০ শ্রমিক আহত হয়েছেন। হঠাৎ সাত রুটে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েন। 
জানা যায়, মঙ্গলবার রাতে ফরিদপুরের ভাঙ্গা মোড়ে যাত্রী ওঠানো নিয়ে লোকাল বাস শ্রমিকদের সঙ্গে কাওরাকান্দির মাইক্রোবাসচালকদের সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে বুধবার সকালে ভাঙ্গা মোড়ে বাস শ্রমিকরা কাওরাকান্দির ১৫ চালককে মারধর করে। এ সময় তিনটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। খবর পেয়ে শিবচরের কাওরাকান্দি ঘাটে ভাঙ্গার দুটি বাস ভাঙচুর করে কাওরাকান্দির মাইক্রোবাস শ্রমিকরা। হামলায় বেলাল মিয়া, রাসেল মাদবর, মিন্টু মিয়া, কাইয়ুম, তুষার, মামুন, কবিরসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়।কাওরাকান্দি মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি খোকা মাদবর বলেন, গত রাতে ভাঙ্গায় বাস শ্রমিকদের ওপর হামলা চালানো হয়। তারপর আবার আজ বুধবার সকাল থেকে ভাঙ্গা মোড়ে বাস শ্রমিকরা ১০ মাইক্রোবাসচালককে মেরে আহত করেছে। ভাঙ্গা বাস মালিক সমিতির নেতা ফাইজুর রহমান বলেন, গত রাতে ভাঙ্গায় কাওরাকান্দির মাইক্রোচালকরা ভাঙ্গার বাস শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। তাই আজ বাস শ্রমিকরা মাইক্রোবাস চলতে দিচ্ছে না।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
Read More ... »

পদ্মায় ফের স্পিডবোট দুর্ঘটনা, আহত ১০

১৫ ডিসেম্বর, ২০১০:: কাওড়াকান্দি-মাওয়া নৌপথে শিবচরের কাঠালবাড়ি এলাকায় গত মঙ্গলবার রাতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে ১০ যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনায় স্পিডবোট দুটি ডুবে যায়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাতের আঁধারে আলো ছাড়া পদ্মা নদী পার হতে গিয়ে অহরহ এমন দুর্ঘটনা ঘটছে। ৮ ডিসেম্বর রাতে একই এলাকায় দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক পরিদর্শকসহ দুজন মারা যান। এ ব্যাপারে প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়ায় ছয় দিনের মাথায় ফের এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন মনে করছে।
প্রতক্ষ্যদর্শী মো. খায়রুজ্জামান জানান, গতকাল সন্ধ্যার অনেক পরে ১২ জন যাত্রী নিয়ে মাওয়া থেকে একটি স্পিডবোট কাওড়াকান্দি ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। আর কাওড়াকান্দি থেকে যাত্রী নামিয়ে একটি খালি স্পিডবোট মাওয়ার উদ্দেশে রওনা দেয়। পদ্মার সরু চ্যানেলে ঢুকতেই দুটি বোটের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে যাত্রীরা ছিটকে পানিতে পড়ে যায়। পরে পেছন থেকে আসা একটি স্পিডবোট ও ট্রলার ভাসমান যাত্রীদের উদ্ধার করে কাওড়াকান্দি তীরে নিয়ে আসে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক রাতের আঁধারে স্পিডবোট চলাচল করায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে স্বীকার করেছেন। সন্ধ্যার পরে চলাচলকারী স্পিডবোটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন