১৫ ডিসেম্বর, ২০১০:: লোকাল বাস ও মাইক্রোবাস শ্রমিকদের সংঘর্ষের জের ধরে আজ বুধবার সকাল থেকে কাওরাকান্দি-ভাঙ্গা হয়ে সাত রুটে লোকাল বাস-মাইক্রোবাস চলাচল বন্ধ রয়েছে। দফায় দফায় সংঘর্ষে এ পর্যন্ত পাঁচটি যানবাহন ভাঙচুর ও ১০ শ্রমিক আহত হয়েছেন। হঠাৎ সাত রুটে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েন।
জানা যায়, মঙ্গলবার রাতে ফরিদপুরের ভাঙ্গা মোড়ে যাত্রী ওঠানো নিয়ে লোকাল বাস শ্রমিকদের সঙ্গে কাওরাকান্দির মাইক্রোবাসচালকদের সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে বুধবার সকালে ভাঙ্গা মোড়ে বাস শ্রমিকরা কাওরাকান্দির ১৫ চালককে মারধর করে। এ সময় তিনটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। খবর পেয়ে শিবচরের কাওরাকান্দি ঘাটে ভাঙ্গার দুটি বাস ভাঙচুর করে কাওরাকান্দির মাইক্রোবাস শ্রমিকরা। হামলায় বেলাল মিয়া, রাসেল মাদবর, মিন্টু মিয়া, কাইয়ুম, তুষার, মামুন, কবিরসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়।কাওরাকান্দি মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি খোকা মাদবর বলেন, গত রাতে ভাঙ্গায় বাস শ্রমিকদের ওপর হামলা চালানো হয়। তারপর আবার আজ বুধবার সকাল থেকে ভাঙ্গা মোড়ে বাস শ্রমিকরা ১০ মাইক্রোবাসচালককে মেরে আহত করেছে। ভাঙ্গা বাস মালিক সমিতির নেতা ফাইজুর রহমান বলেন, গত রাতে ভাঙ্গায় কাওরাকান্দির মাইক্রোচালকরা ভাঙ্গার বাস শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। তাই আজ বাস শ্রমিকরা মাইক্রোবাস চলতে দিচ্ছে না।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে।