শুক্রবার দুপুর ১২টায় শিবচর উপজেলার বহেরাতলা ছোট টেকেরহাট এলাকার আড়িয়াল খাঁ নদের একটি কাশবন থেকে পুলিশ সামসুল আলম দফাদার (৩৫) এর গলিত লাশ উদ্ধার করেছে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট রাতে অজ্ঞাত ৮/৯ জন সন্ত্রাসীরা সামসুল আলমকে বাড়ির পার্শ্ববর্তী কাঁচা রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যায়। নিখোঁর থাকার ১৩ দিন পড়ে বহেরাতলার ছোট টেকেরহাট আড়িয়াল খাঁ নদের কাশবনে স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার গলিত লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করে। নিহত সামসুল আলম বহেরাতলার ছোট টেকেরহাট এলাকার ছেরা দফাদারের ছেলে। এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Subscribe to:
Comments (Atom)