(৬ জুলাই, ২০১০):: আজ (মঙ্গলবার) সকাল থেকে বিকেল পর্যন্ত শিবচরের পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬টি নদীজোড়া আড়াআড়ি অবৈধ মাছ ধরার বাধ উচ্ছেদ ও লক্ষাধিক টাকার ছালা, বেড়া ও কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে।
সূত্র জানায়, সকালে মাদারীপুরের ম্যাজিস্ট্রেট আ. রউফ তালুকদার, মৎস কর্মকর্তা নাজমুদ হুদা ও পুলিশের এসআই শেখ আবদুল্লাহের নেতৃত্বে পুলিশের একটি দল শিবচরের কাওড়াকান্দি ঘাট সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালায়। এসময় ফেরিঘাট সংলগ্ন পদ্মানদীর ওপাড় এলাকার ৬টি অবৈধ বাধের কয়েক শ’ বাঁশ, জাল ও মাছ ধরার ফাঁদ তুলে কেটে নদীতে ভাসিয়ে দেয়া হয়। তাছাড়া নদীতে অভিযান চালিয়ে জেলেদের কাছ থেকে অবৈধ জাল জব্দ করে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুদ হুদা বলেন, ৬টি অবৈধ বাধ উচ্ছেদ করা হয়েছে। সকল বাধ উচ্ছেদের জন্য নিয়মিতভাবে অভিযান চালানো জরুরি। আগামী সপ্তাহে পদ্মায় আবারো অভিযানের পরিকল্পনা রয়েছে।