শিবচর উপজেলার রাজারচর মফিতুল হাওলাদার কান্দি গ্রামের প্রাইমারি শিক্ষক চান খাঁর একটি গাভি আজ দুপুরে বৈচিত্র্যময় বাছুর প্রসব করে। বাছুরটির মানুষ আকৃতির মত মাথা, কান, গলা ও চোখ। সামনের পা দুটি মানুষের হাতের মত এবং বুকের নিচের অংশ সম্পূর্ণ গরুর আকৃতি। বাছুরটি দেখার জন্য হাজার হাজার গ্রামবাসী চান খাঁর বাড়িতে ভিড় জমায়। দু’ঘণ্টা বেঁচে থাকার পর বাছুরটির মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া হলো না
শিবচর উপজেলার দাখিল পরীক্ষার্থী কাইয়ুম খান সড়ক দুর্ঘটনার কারণে তার পরীক্ষা দেওয়া হলো না। আজ সকালে দত্তপাড়া থেকে একটি নসিমন যোগে কাইয়ুম শিবচর পরীক্ষা কেন্দ্রে রওয়ানা করে। এসময় খানকান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নসিমনকে ধাক্কা দিলে নসিমনটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় কাইয়ুমসহ ৬ জন আহত হয়। পরীক্ষার্থী কাইয়ুমের অবস্থা সংকটনাপন্ন থাকায় তাকে ফরিদপুর মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচরে ট্রিপল মার্ডারসহ ১৩ মামলার আসামি গ্রেফতার
আজ সকালে ফতুল্লা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাদিরপুর গ্রাম থেকে ট্রিপল মার্ডারসহ ১৩ মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী ফিরোজ চৌধুরী (৩৫)কে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ফিরোজ চৌধুরীর নামে ৩টি মার্ডার, অস্ত্র, ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ ১৩টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন আত্মগোপন থাকায় তাকে আজ সকালে ফতুল্লা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শিবচরের কাদিরপুর গ্রামের ইউসুফ মাদবরের বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফিরোজ চৌধুরী শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের আদম আলী চৌধুরীর ছেলে।
Subscribe to:
Comments (Atom)