শিবচর উপজেলার রাজারচর মফিতুল হাওলাদার কান্দি গ্রামের প্রাইমারি শিক্ষক চান খাঁর একটি গাভি আজ দুপুরে বৈচিত্র্যময় বাছুর প্রসব করে। বাছুরটির মানুষ আকৃতির মত মাথা, কান, গলা ও চোখ। সামনের পা দুটি মানুষের হাতের মত এবং বুকের নিচের অংশ সম্পূর্ণ গরুর আকৃতি। বাছুরটি দেখার জন্য হাজার হাজার গ্রামবাসী চান খাঁর বাড়িতে ভিড় জমায়। দু’ঘণ্টা বেঁচে থাকার পর বাছুরটির মৃত্যু হয়।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment