১২ ডিসেম্বর, ২০১০:: আজ রবিবার সন্ধ্যায় শিবচর-পাঁচ্চর সড়কের খেজুরতলা নামক স্থানে ইজি বাইকের চাপায় শংকর কণ্ডুর শিশুপুত্র সাগর (৫) ঘটনাস্থলে নিহত হয়েছে। পুলিশ গাড়িটি আটক করেছে।
বন্দরখোলা ইউনিয়নে অগ্নিকাণ্ড ৩টি বসত ঘর পুড়ে ছাই
১২ ডিসেম্বর, ২০১০ :: আজ রবিবার বিকেলে শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজিরসুরা গ্রামে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভুত হয়েছে।
জানা যায়, কাজিরসুরা গ্রামে বারেক মুন্সীর রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় চান মিয়া মুন্সীর ২টি বসতঘরসহ ৩টি বসতঘর পুড়ে যায়। ঘরে রাখা ২২ হাজার টাকা, ২৭ মণ পাটসহ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এলাকাবাসীর ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শিবচরে আমন ধান কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭
১২ ডিসেম্বর, ২০১০ :: আজ রবিবার সকালে শিবচর উপজেলার রজব আলী মুন্সীর কান্দি গ্রামে বিরোধপূর্ণ জমির আমন ধান কাটাকে কেন্দ্র করে দু’গ্রপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ৭ জন আহত হয়েছে।
জানাজায়, রজব আলী মুন্সী কান্দি গ্রামে তোতা মোড়লের বিরোধপূর্ণ জমিতে নাসির লপ্তি আমন ধান কাটা শুরু করে। প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে বারেক লপ্তি (৩৮), জুলহাস (৩০), মজিবর (২৮), রিপন (৩৫), নাসির (৪৩), সাবিনা (৩৩), তোতা মোড়ল (৫৫) আহত হয়। তাদের আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Subscribe to:
Comments (Atom)