সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

শিবচরে ৩ ডাকাত এলজিসহ গ্রেফতার ।। হামলায় পুলিশ কর্মকর্তাসহ আহত ২

09-04-2010    11:24am
আজ (শুক্রবার) ভোররাতে শিবচরে ২ বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় ৩ ডাকাতকে একটি এলজি ও ছোড়াসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতদলের হামলায় পুলিশের এসআই শেখ আবদুল্লাহ ও এক এলাকাবাসী আহত হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার ভোররাতে ৮/১০ জনের মুখোশধারী ডাকাতদল চর বাচামারা গ্রামের রাজা মালের বাড়িতে দরজা ভেঙ্গে প্রবেশ করে। ডাকাতরা এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, ৩টি মোবাইল সেটসহ অর্ধ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। বের হয়ে যাওয়ার সময় গৃহকত্রী হামিদা বেগমের কান ছিড়ে কানের দুল নিয়ে যায় ডাকাতদল। এরপর ডাকাতদল পার্শ্ববর্তী বাবলাতলা গ্রামের খালেক মিয়ার বাড়িতে প্রবেশ করে। ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিলের নেতৃত্বে পুলিশের একটি বড় দল কয়েকটি দলে ভাগ হয়ে এলাকাবাসীর সহযোগিতায় ডাকাতদলকে ধাওয়া করে। এসময় ডাকাতদলের হামলায় পুলিশের এসআই শেখ আবদুল্লাহসহ ইসমাইল শেখ (৩৫) নামের এক এলাকাবাসী আহত হলেও ইস্রাফিল মাদবর (২৫), নজরুল মাদবর (৩০), চানমিয়া বয়াতি নামের ৩ ডাকাতকে ধরে ফেলে পুলিশ। পরে ওই এলাকা থেকে একটি অত্যাধুনিক এলজি ও একটি ছোড়া উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের দুজনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা ও রাজৈরে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাঙ্গা, রাজৈরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন