সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

বীজাগার ভেঙে রড বিক্রি করে দিলেন ইউপি চেয়ারম্যান



(২৬ জুন, ২০১০) :: সড়ক ও বাজার সম্প্রসারণের নামে শিবচরের চান্দেরচর বাজারে একটি পরিত্যক্ত সরকারি বীজাগার ভেঙে রড বিক্রি করে দিয়েছে উমেদপুরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও তার লোকজন। বৃহস্পতিবার সারা রাত ধরে তারা এ কাণ্ড ঘটায়। 

শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাত ১১ টায় উমেদপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাদন হাওলাদার তার ৭০/৮০ জন সমর্থক নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজাগারটি ভাঙা শুরু করে। ভবনটি ভেঙে রডগুলো সরিয়ে ফেলে তারা। উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তা ও পুলিশ খবর পেয়ে ভোরে সেখানে গেলে দাদন হাওলাদারের লোকেরা সরে পড়ে। 
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, 'একটি মহল ওই জায়গায় মার্কেট করতে চায় বলে শুনেছি। তারাই ভবনটি ভেঙে রড নিয়ে যায়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।' 
পুলিশের উপপরিদর্শক মো. মনির হোসেন বলেন, 'ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি, উমেদপুরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান দাদন হাওলাদার ও তার লোকজন কাজটি করেছে। ভবনটি থেকে সরিয়ে নেওয়া প্রায় ৮০০ কেজি রড একটি দোকানে পাওয়া গেছে।' 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল বলেন, 'চেয়ারম্যানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত দুঃখজনক। কৃষি কার্যালয় মামলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
এদিকে দাদন হাওলাদার কালের কণ্ঠকে বলেন, 'সড়ক ও বাজার সমপ্রসারণের লক্ষ্যে কর্তৃপক্ষ ও নেতাদের সঙ্গে আলোচনা করেই পরিত্যক্ত ভবনটি ভাঙা হয়েছে। ভবনটি কার_তা জানেন না তিনি। ভবনের রডগুলো বিক্রি করে শ্রমিকদের খরচ মেটানো হয়েছে বলে জানান তিনি।'
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন