সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

শ্বশুর-শাশুড়ির হাত-পা বেধে গৃহবধুকে অপহরণ

আজ (২২ আগস্ট) রাত ১টায় শিবচর উপজেলার চর জানাজাত সামাদ চৌধুরীকান্দি গ্রামে শ্বশুর-শাশুরির হাত-পায়ে রশি বেধে পুত্রবধুকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও সাংসারিক অন্যান্য মালামাল দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়।
জানা যায়, ১০/১২ জনের একদল দুর্বৃত্ত ঘরের কপাট ভেঙ্গে শফর উদ্দিন উকিল (৬০) ও তার স্ত্রী রাশিদা (৪৫) কে হাত-পা রশি দিয়ে বেধে পুত্রবধু আকলিমা (২২) কে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়। এ সময় ঘরে থাকা ৫ ভরি স্বর্ণালঙ্কার, ৫০ হাজার টাকা, ২টি মোবাইল সেটসহ সাংসারিক অন্যান্য মালামাল লুট করে দুর্বৃত্তরা চলে যায়। উক্ত ঘটনার সময় অপহৃত আকলিমার স্বামী জয়নাল উকিল ঢাকায় ছিল। শফর উকিল ও তার স্ত্রীর আর্ত্ম চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের হাত-পায়ের রশি খুলে উদ্ধার করে। পুলিশ চর জানাজাতের বিভিন্ন স্থানে তল্লাসি চালিয়ে এখন পর্যন্ত অপহৃত আকলিমার হদিস পায়নি। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, উক্ত ঘটনাটি প্রেমঘটিত ব্যাপার হতে পারে। মেয়েটির হদিস পাওয়া গেলে ঘটনার সত্যতা বেড়িয়ে আসবে।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন