২৩ ডিসেম্বর, ২০১০:: আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচর থানার পুলিশ ভান্ডারীকান্দি ইউনিয়নের ক্রোকচর নতুন বাজার থেকে আমেরিকার তৈরি একটি বিদেশী ৯এমএম পিস্তলসহ ৩ যুবককে আটক করেছে। জানা যায়, ক্রোকচর বাজারে ইকবাল হোসেন (৩০), খলিল (২৫), বিপ্লব (২৬) বৃহস্পতিবার সন্ধ্যায় অবস্থান নেয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার পুলিশ এসআই আনোয়ার ও এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে ক্রোকচর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ তিন যুবককে আটক করে তাদের দেহের বিভিন্ন স্থানে তল্লাসি চালিয়ে পিস্তলটি উদ্ধার করে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ: রাজ্জাক পিপিএম জানান, সন্ত্রাসী ইকবাল ঢাকার টপ টেরর ডাকাত শহিদের সহযোগী। এ ব্যাপারে শিবচর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পদ্মা সেতুর ভেড়িবাঁধ সম্প্রসারণে শিবচরে আরো ১২০ একর জমি অধিগ্রহণ
২৩ ডিসেম্বর, ২০১০:: পদ্মা সেতু প্রকল্পের ভেড়িবাঁধ সম্প্রসারণ হবে। তাই সম্প্র্রসারিত অংশে অবৈধভাবে নতুন স্থাপনা তুলে সরকারের টাকা আত্মসাতের পাঁয়তারা করছে প্রতারকরা। এ অপতৎপরতা ঠেকাতে শিবচর অংশে ভেড়িবাঁধে সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের সঙ্গে সেতু কর্তৃপক্ষ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সতর্কীকরণ সভা চলছে। কিন্তু এর মাঝেও বেপরোয়া প্রতারকচক্র। সভাস্থলের মাত্র ১শ গজের মধ্যেই প্রতারক চক্র নির্মাণ করছে ঘর। একটি দুটি নয়, শত শত ঘর। আজ বৃহস্পতিবার শিবচরের মাদবরচর ইউনিয়নের পুরাতন জাহাজঘাটে সভাটি চলার সময় এ দৃশ্য দেখা গেছে। সভাশেষে সেতু কর্তৃপক্ষ ওই এলাকায় নতুন করে জমি অধিগ্রহণের লক্ষ্যে তালিকা করতে গিয়ে প্রথম বাড়ি অর্থাৎ মান্নান হাওলাদারের বাড়িতে গিয়েও ৩টি নতুন নির্মাণাধীন ঘর দেখতে পায়।
জানা যায়, পদ্মা সেতুর জন্য নতুন করে শিবচরের মাদবরচর ইউনিয়নে ১২০ একর জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। এ খবর আগে থেকে জানতে পেরে কোটি কোটি টাকা আত্মসাতের জন্য শিবচরের এই এলাকায় একটি প্রতারকচক্র শত শত নতুন ঘর-বাড়ি নির্মাণ শুরু করে। এ খবর জানতে পেরে আজ বৃহস্পতিবার দুপুরে মাদবরচরের জাহাজঘাট মসজিদের সামনে সেতু কর্তৃপক্ষ ও প্রশাসন স্থানীয়দের সঙ্গে এক সভায় মিলিত হয়। সভায় নতুনভাবে অধিগ্রহণ হতে যাওয়া এই ১২০ একর জমিতে নতুন স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানায়। নতুনভাবে নির্মিত ঘর-বাড়ি ও স্থাপনা সরিয়ে নিতে কঠোর নির্দেশ দেয় কর্তৃপক্ষ। নতুন ঘর-বাড়ি নির্মাণ হলে সেগুলো জব্দ করা হবে বলে ঘোষণা দেন কর্মকর্তারা। সভায় অংশগ্রহণকারীদের হাতে সরকারি গেজেটের কাগজ দিয়ে কঠোর নির্দেশনা সংক্রান্ত বক্তব্য রাখেন পদ্মা সেতুর পুনর্বাসন বিশেষজ্ঞ মো. আক্তার হোসেন, মো. তোফাজ্জেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শরীফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস প্রমুখ।
বন্দরখোলায় সন্ত্রাসী হামলায় স্বামী-স্ত্রী আহত
২৩ ডিসেম্বর, ২০১০:: শিবচরে স্বামী ও স্ত্রীকে পূর্বশত্রুতার জের ধরে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে কতিপয় সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাতে বন্দরখোলা ইউনিয়নের সেতু হাওলাদারের কান্দি গ্রামে। জানা যায়, করিম খা ও মজিদ মিয়াসহ আরও ৪-৫ সন্ত্রাসী রশিদ হাওলাদারের বাড়িতে প্রবেশ করে ডাকাডাকি শুরু করলে রশিদ ও তার স্ত্রী সালমা বেগম ঘর থেকে বাইরে আসে। মুহূর্তেই সন্ত্রাসীরা স্বামী ও স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে বাড়ির আঙিনায় ফেলে রেখে যায়।
Subscribe to:
Comments (Atom)
