সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

বন্দরখোলায় সন্ত্রাসী হামলায় স্বামী-স্ত্রী আহত

২৩ ডিসেম্বর, ২০১০:: শিবচরে স্বামী ও স্ত্রীকে পূর্বশত্রুতার জের ধরে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে কতিপয় সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাতে বন্দরখোলা ইউনিয়নের সেতু হাওলাদারের কান্দি গ্রামে। জানা যায়, করিম খা ও মজিদ মিয়াসহ আরও ৪-৫ সন্ত্রাসী রশিদ হাওলাদারের বাড়িতে প্রবেশ করে ডাকাডাকি শুরু করলে রশিদ ও তার স্ত্রী সালমা বেগম ঘর থেকে বাইরে আসে। মুহূর্তেই সন্ত্রাসীরা স্বামী ও স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে বাড়ির আঙিনায় ফেলে রেখে যায়।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন