মাদারীপুরের এনটিভির জেলা প্রতিনিধি এম আর মুর্তজা একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আজ রাত ৮টার দিকে সদর উপজেলার মহিষের চর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, পেশাগত কাজ শেষ করে তিনি মোটরসাইকেল যোগে শিবচর থেকে মাদারীপুর ফিরছিলেন। পথিমধ্যে, তিনি সদর উপজেলার মহিষের চরের পাকা মসজিদের কাছে ব্রিজের গোড়ায় বেনাপোল থেকে শরিয়পুরগামী ফেম পরিবহনকে সাইড দিতে দিয়ে গর্তে পড়ে যান। এতে তার মোটরসাইকেলটি ভেঙে চুরমার হয়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।মোটসাইকেলে তার পেছনে বসা বন্ধু শিবু চক্রবর্তীও আহত হয়েছেন; অবশ্য তার ক্ষত ততটা গুরুতর নয়। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।