সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

সড়ক দুর্ঘটনায় মাদারিপুর এনটিভি প্রতিনিধি আহত

মাদারীপুরের এনটিভির জেলা প্রতিনিধি এম আর মুর্তজা একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আজ রাত ৮টার দিকে সদর উপজেলার মহিষের চর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 
জানা গেছে, পেশাগত কাজ শেষ করে তিনি মোটরসাইকেল যোগে শিবচর থেকে মাদারীপুর ফিরছিলেন। পথিমধ্যে, তিনি সদর উপজেলার মহিষের চরের পাকা মসজিদের কাছে ব্রিজের গোড়ায় বেনাপোল থেকে শরিয়পুরগামী ফেম পরিবহনকে সাইড দিতে দিয়ে গর্তে পড়ে যান। এতে তার মোটরসাইকেলটি ভেঙে চুরমার হয়ে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।মোটসাইকেলে তার পেছনে বসা বন্ধু শিবু চক্রবর্তীও আহত হয়েছেন; অবশ্য তার ক্ষত ততটা গুরুতর নয়। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।
Read More ... »

নিলখী ইউনিয়ন থেকে জুয়ার বোর্ড ও টাকাসহ ১১ জন গ্রেফতার

শিবচর উপজেলার নিলখীর বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে পুলিশ জুয়ার বোর্ড ও টাকাসহ চারটি দলের ১১ সদস্যকে গ্রেফতার করেছে। 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল জানান, নিলখীর বন্দর বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে বিচার গানের আসরকে ঘিরে ৪টি জুয়ার বোর্ড বসে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নগদ ৬ হাজার ৭৬ টাকাসহ তাদের গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলেন- সামছু বেপারি, শাহীন বেপারি, আলমগীর সরদার, কাজল বেপারি, আজিজ মোড়ল, সেলিম শেখ, ইরফান, টোকন মাদবর, ইমারত মাদবর, সাহাদাত ফকির, আজাদ মল্লিক।
Read More ... »

কাওড়াকান্দি ফেরি ঘাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক যাত্রীর মৃত্যু

কাওড়াকান্দি ফেরি ঘাটে অজ্ঞান পার্টির কবলে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। 
বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয় নিহার রঞ্জন (৫০) নামের এই ব্যক্তির। তবে তার বাড়ি কোথায় তা জানা যায়নি। 
পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আসাদুল ইসলাম সাংবাদিকদের জানান, বুধবার রাতে কাওড়াকান্দি ঘাট থেকে হাইওয়ে পুলিশ অচেতন অবস্থায় এই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। 
তিনি জানান, হাসপাতালে তার একবার জ্ঞান ফিরেছিল। তখন তিন নিজের নাম নিহার রঞ্জন এবং বাবার নাম নরেশ বলে জানিয়েছিলেন। কিন্তু বাড়ির ঠিকানা জানানোর আগে দ্বিতীয় দফা জ্ঞান হারান। এ অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। 
শিবচর থানার ওসি মো. আবদুল জলিল জানান, এই ব্যক্তি ফেরি ঘাটে অজ্ঞান পার্টির কবলে পড়েছিলেন বলেই তাদের ধারণা। তার লাশ শিবচর থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা হয়েছে।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন