শিবচর থানা পুলিশ উপজেলার শিরুয়াইল ইউনিয়নের শোলাপুর গ্রাম থেকে আজ (মঙ্গলবার) দুপুরে আন্তঃজেলা ডাকাত সরদার সম্রাট মাদবর (৩৮) কে গ্রেফতার করেছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিরুয়াইলের শোলাপুর গ্রাম থেকে ডাকাত সরদার সম্রাট মাদবরকে গ্রেফতার করে হয়। ডাকাত সর্দারের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। তার নামে শিবচর ও ভাঙ্গা থানায় অস্ত্র, ডাকাতি, ধর্ষণসহ প্রায় ৬টি মামলা রয়েছে।
নিলখী থেকে ৭টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ
গোপন সংবাদের ভিত্তিতে শিবচরের চরমপন্থী অধ্যুষিত নিলখীতে অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল (মঙ্গলবার) গভীর রাতে চরমপন্থী মনির মোল্লা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড দেলোয়ার হাওলাদারের নেতৃত্বে ৮/১০ জনের স্বসস্ত্র চরমপন্থী পশ্চিম নিলখীতে নাশকতার উদ্দেশ্যে বৈঠকে বসে। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর জানতে পেরে শিবচর থানার এসআই শেখ আবদুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি বৃহৎ দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পালিয়ে যায়। পরে পুলিশ ব্যাপক তল্লাশি চালিয়ে ওই এলাকার জাহাঙ্গীর বেপারির বাড়ির পাশের খড়ের গাদার নিচ থেকে ৭টি তাজা ককটেল উদ্ধার করে। চরমপন্থীদলের সদস্যরা নাশকতামূলক কর্মকান্ডের জন্য এ এলাকায় গোপন বৈঠকে মিলিত হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। ককটেলগুলো শিবচর থানার সামনে বালু ভর্তি বালতিতে রাখা হয়েছে।
এসআই শেখ আবদুল্লাহ জানান, চরমপন্থীরা কোন নাশকতার জন্য বৈঠকে মিলিত হয়েছিল।
Subscribe to:
Comments (Atom)
