সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

শিবচরে বিক্রয় নিষিদ্ধ ৫৪ ক্যান বিয়ারসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

আজ মঙ্গলবার রাত ৮টায় শিবচর পৌর বাজার থেকে মাদারীপুর র‌্যাব ৫৪ ক্যান বিক্রয় নিষিদ্ধ বিয়ারসহ ৪ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র‌্যাব-৮ এর কর্নেল নূর হাসানের নেতৃত্বে রাতে শিবচর পৌর বাজারের ৪টি কনফেকশনারি দোকানে অভিযান চালিয়ে বিশ্বনাথ ব্যানার্জী (৩০), মিরাজ খান (২০), শহিদ চোকদার (২৪) ও সাদ্দাম চোকদার (২৫)কে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বাড়ি থেকে ৫৪ ক্যান বিক্রয় নিষিদ্ধ বিয়ার উদ্ধার করা হয়। এ ব্যাপারে শিবচর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন