(৯ জুলাই, ২০১০) :: কাওড়াকান্দি-মাওয়া রুটের হাজরা চ্যানেলে প্রায় ৭০টি যানবাহন নিয়ে ডুবোচরে আটকে পড়েছে ৩টি ফেরি। এছাড়া ২টি ফেরি নদীর মাঝপথে নোঙর করে রাখা হয়েছে। ফলে আজ শুক্রবার সকাল থেকে হাজরা চ্যানেল দিয়ে নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। উভয়পারে প্রায় ১ হাজার যানবাহন আটক পড়েছে। যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, আজ সকালে কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রো রো ফেরি বরকত ৩০টি যানবাহন নিয়ে অপরদিকে মাওয়া থেকে কাওড়াকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ৩০টি যানবাহন নিয়ে রো রো ফেরি শাহ মখদুম ও ১০টি গাড়ি নিয়ে একটি কে টাইপ ফেরি হাজরা চ্যানেলে পৌঁছলে নতুন ডুবোচরে আটকে যায়।
বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের কর্মকর্তা শাহনেওয়াজ বলেন, বর্ষা মৌসুমে নতুন করে পলি পড়ে নদীতে ডুবোচর জেগে উঠেছে। তাই ফেরি ৩টি আটকে যায়। বর্তমানে ফেরি উদ্ধার কাজ চলছে। এছাড়া ২টি ফেরি নদীপথে নোঙর করে রাখা হয়েছে। সকাল থেকে ঘাটের উভয়পারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। নারী ও শিশু যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। দ্রুত চ্যানেল খুলে দিতে না পারলে অন্য ব্যবস্থা নেয়া হবে।