বুধবার (২৬ আগস্ট) বেলা ১২ টায় শিবচর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার জেলখানা রোড থেকে ৫০ বোতল বাংলা মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। জানা যায়, কাওড়াকান্দি ফেরিঘাট এলাকা থেকে একটি ভ্যানযোগে কাদির মাদবর (২৮), ইকবাল মাদবর (৩২) ও তার স্ত্রী রুবিনা (৩০) জেলখানা রোড দিয়ে তাদের নিজ বাড়ি বহেরাতলা ইউনিয়নের দাইকান্দি যাবার পথে শিবচর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে থাকা ২টি ব্যাগে তল্লাসি চালিলে ৫০ বোতল বাংলা মদ উদ্ধারসহ তাদেরকে আটক করে। আটককৃত কাদির মাদবর ও ইকবাল মাদবর বহেরাতলা ইউনিয়নের দাইকান্দি গ্রামের চান মিয়া মাদবর ও করিম মাদবরের ছেলে। এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Subscribe to:
Comments (Atom)