১০ ডিসেম্বর, ২০১০ :: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ্যাড. আব্দুল মান্নান খান বলেন, সাংবাদিকরাই দেশের প্রকৃত চিত্র তুলে ধরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল কিংবা ক্ষুন্ন করতে পারেন। তিনি আজ শুক্রবার বিকেলে মাদারিপুর জেলার শিবচর প্রেসক্লাব-এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, আপনারা (সাংবাদিকরা) সরকারের দোষ-ত্রুটি লিখবেন, বিরোধীদলের কথা লিখবেন; পাশাপাশি সরকারের ভালকাজের কথাও লিখবেন। শিবচর প্রেসক্লাবের ভবন নির্মাণে আর্থিক সহায়তা করছে রয়েল স্টোন।
শিবচর প্রেসক্লাবের সভাপতি একেএম নাসিরুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, রিহ্যাবের চেয়ারম্যান নসরুল হামিদ বিপু এমপি, জহিরুল হক ভূইয়া এমপি, মাদারিপুর জেলা প্রশাসক শশী কুমার সিংহ, শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, শিবচর উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী, মাদারিপুর প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা আকন্দ, রয়েল স্টোনের ব্যবস্থাপনা পরিচালক মোহসেন উদ্দিন সোহেল। পরে মন্ত্রী শিবচর প্রেসক্লাবে কম্পিউটার, টেলিভিশন ও আসবাবপত্র ক্রয়ের জন্য ২ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।

