১০ ডিসেম্বর, ২০১০ ::ভূমির সর্বোচ্চ সদব্যবহারের লক্ষ্যে জেলা ও উপজেলা শহরে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য আবাসন প্রকল্প গ্রহণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। তারই ধারাবাহিকতায় সরকার ভূমির সর্বোচ্চ সদব্যবহারের লক্ষ্যে জেলা ও উপজেলা ভিত্তিক হাউজিং প্রকল্প নিয়েছে। স্বল্প ও মধ্যম আয়ের লোকদের আবাসন সংকট দূরীকরণের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এই প্রকল্প বাস্তবায়নের কাজ করছে। দেশের সর্বপ্রথম এই হাউজিং প্রকল্প উদ্বোধন হল মাদারিপুর জেলার শিবচর উপজেলায়।
আজ শুক্রবার সকালে মাদারিপুর জেলার শিবচর পৌরসভার নলগোড়া ও ঠেঙ্গামারা মৌজায় ময়নাকাটা নদীর তীরবর্তী ১৯.৬২ একর জমিতে এ প্রকল্পের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ্যাড. আব্দুল মান্নান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, রিহ্যাবের চেয়ারম্যান নসরুল হামিদ বিপু এমপি, জহিরুল হক ভূইয়া এমপি, মাদারিপুর জেলা প্রশাসক শশী কুমার সিংহ, শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, শিবচর উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী প্রমুখ।
উদ্বোধন শেষে শিবচর পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জানায়, প্রথম পর্যায়ে মোট ১৯.৬২ একর জমিতে ১০৯৯.৫১ লক্ষ টাকা ব্যয়ে আবাসিক প্লট ৫ কাঠার ১০৯টি ও ৩ কাঠার ৪৯টি; প্রাইমারি স্কুল ও খেলারমাঠ ১টি, পাম্প হাউস ও বৈদ্যুতিক সাব স্টেশন ১টি, কর্নারসপ ৭টি এবং ১টি মসজিদ নির্মাণ করা হবে।
প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে মোট ১৯.৬২ একর জমিতে ১০৪৮.৭৯ লক্ষ টাকা ব্যয়ে ৫ কাঠার ৮২টি ও ৩ কাঠার ৮৪টি আবাসিক প্লট; ৮টি বাণিজ্যিক প্লট, ১টি বাণিজ্যিক স্পেস, ১টি খেলার মাঠ ও পার্ক এবং ৫টি কর্নারসপ নির্মাণ করা হবে। ২০১১ সালের জুনের মধ্যে এ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ এবং ২০১২ সালের জুনের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

0 মন্তব্য(সমূহ):
Post a Comment