(১৭ জুলাই, ২০১০):: শিবচরের সন্ন্যাসীচর গ্রামে শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদের বোমা হামলায় ৫ জন আহত হয়।
এলাকাবাসী, পারিবারিক, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় তিনটার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল ঘরের জানালার গ্রিল কেটে কুয়েত প্রবাসী দুলাল খালাসির ঘরে ঢুকে। ডাকাতরা প্রায় ২০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা, ৭টি মোবাইল ফোনসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। যাবার সময় ডাকাতদের ছোড়া বোমার আঘাতে আছিয়া বেগম (৬৫), নাছিমা আক্তার (৩৫), আরিফ খালাসি (১৭), লিটন খালাসি (২৮), ও শহীদ খালাসি (৩৫) গুরুতর আহত হয়। আহতদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল বলেন, সকালে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। থানায় মামলা হয়েছে। ডাকাতদের ধরার জন্য চেষ্টা চলছে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment