(১৬ জুলাই, ২০১০):: আড়িয়াল খাঁ নদে পানি বৃদ্ধি ও স্রোতের তোড়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ ঢাকা- খুলনা মহাসড়কের শিবচরের আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত হাজী শরীয়তউল্লাহ সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ের নির্মাণাধীন সেতু রক্ষা স্থায়ী বাঁধের ৩টি স্থানে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। এতে করে গুরুত্বপূর্ণ এই সেতুটিসহ ঢাকা-খুলনা মহাসড়ক ও বিস্তৃর্ণ এলাকা মারাত্মক ভাঙ্গন ঝূঁকিতে রয়েছে।
সরেজমিনে জানা যায়, গত দু’বছরে আড়িয়াল খাঁয় অব্যাহত ভাঙ্গনে হাজী শরীয়তউল্লাহ সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ের সেতু রক্ষা বাঁধ নদী ভাঙ্গনের শিকার হয়। ফলে সেতুটি ঝূঁকিপূর্ণ হয়ে পড়ায় গত নভেম্বর থেকে পারিসা কনস্ট্রাকশন সেতুর পূর্ব পাড়ে ও মশিউর রহমান চৌধুরী কনস্ট্রাকশন পশ্চিম পাড়ে ২৪ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে সেতু রক্ষা স্থায়ী বাঁধ নির্মাণ শুরু করে। চলতি বছরের জুনের শেষ দিকে সেতু রক্ষা বাঁধের কাজ প্রায় সম্পন্ন হলেও এখনো বাঁধের বিভিন্ন অংশে কাজ চলছে। কিন্তু গত ২/৩ দিনে নদীতে পানি বেড়ে ও তীব্র স্রোতে পশ্চিম পাড়ের ২টি স্থানের প্রায় ৬০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে ও পূর্ব পাড়ের প্রায় ১০ মিটার বাঁধে ধস দেখা দিয়েছে । সংশ্লিষ্টদের ব্লক ফেলে বাঁধ টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যেতে দেখা গেছে।
মশিউর রহমান চৌধুরী কনস্ট্রাকশনের সাইড ম্যানেজার আ. মান্নান শেখ বলেন, আমরা গত জুন মাসে বাঁধের কাজ শেষ করেছি। নদীর তলদেশে তীব্র ঘূর্ণস্রোত থাকায় বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে।
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী অখিল বিশ্বাস বলেন, স্রোতের কারণে বাঁধগুলোতে সমস্যা হচ্ছে । আমরা আগামীকাল (শনিবার) সরেজমিনে যেয়ে ব্যবস্থা নেবো।

0 মন্তব্য(সমূহ):
Post a Comment