সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

মাতৃ-মৃত্যুর হার কমানোর প্রকল্পে অর্থ বরাদ্দ না থাকায় শিবচরের ১৮শ হতদরিদ্র মা চরম বিপাকে

15 May 2010 :: 11:14 am
মাতৃ-মৃত্যুর হার কমাতে সরকার পরিচালিত মাতৃ ভাউচার স্কীম প্রকল্পের অর্থ বরাদ্দ না থাকায় গত প্রায় ৫ মাস ধরে মাদারীপুরের শিবচরের প্রায় ১৮শ প্রসূতি মা চরম বেকায়দায় পড়েছেন। প্রতিদিনই এ সকল হতদরিদ্র মায়েরা নবজাতকদের কোলে করে হাসপাতালের বারান্দায় সংশ্লিষ্টদের কাছে ধরনা দিচ্ছেন। বারবার ধরনা দিয়েও ৫ মাস ধরে এসকল মায়েরা শূন্য হাতে বাড়ি ফিরছেন।
সূত্র জানায়, মাতৃ-মৃত্যুর হার কমানোর লক্ষ্যে গরীব ও দুস্থ মহিলাদের গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসবোত্তর সেবা দিতে ২০০৮ সালের মার্চ থেকে দেশের ৩২টি জেলার ৩৩ উপজেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মাতৃ ভাউচার স্কীম নামের প্রকল্প চালু করে। এ প্রকল্পের মাধ্যমে একজন হতদরিদ্র মা নিবন্ধীকরণে ১০ টাকা, প্রসবপূর্ব দুইবার রক্ত ও প্রস্রাব পরীক্ষার জন্য ১৪০ টাকা, প্রসব পূর্ব তিনটি চেকআপে ১৫০ ও প্রসবোত্তর একটি চেকআপে ৫০ টাকা, প্রতিবার যাতায়াত বাবদ ১শ টাকা, নিরাপদ (স্বাভাবিক) প্রসবে ৩০০ টাকা ও ঔষধ বাবদ ১শ টাকা অর্থাৎ মোট ৭শ ৫০ টাকা পাবে। তাছাড়া জটিল প্রসব ভ্যকুয়াম ডিএন্ডসির জন্য ১ হাজার টাকা, খিচুনীর (এক্লামসিয়া) ১ হাজার টাকা ও সিজারিয়ান সেকশন এবং ঔষধ বাবদ ৬ হাজার টাকা পেয়েছেন। সাথে প্রতি মা ও শিশুকে উপহার স্বরূপ ১টি তোয়ালে, ২টি শাড়ি, সাবান, টাকা দেয়া হয়। সেবা প্রদানকারী চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীরাও প্রতিটি সেবার জন্য বিভিন্ন হারে টাকা পেয়ে থাকেন। দেশের ৩৩টি উপজেলার মধ্যে মাদারীপুরের শিবচরে  ২০০৮ সালে প্রায় ২১শ জন হতদরিদ্র মা, ২০০৯ সালে প্রায় ৩২শ মা এই সেবা পান। কিন্তু ২০১০ সালের জানুয়ারি থেকে চলতি মে মাস পর্যন্ত প্রায় ১৮শ মা এ কার্যক্রমের আওতাভুক্ত হলেও এদের কোন অর্থ দেয়া হচ্ছে না। ফলে হুমকির মুখে পড়েছে চরাঞ্চল ও হতদরিদ্র মায়েদের প্রসূতিকালীন স্বাস্থ্যসেবা।
এরকমই এক মা সুফিয়া বেগম বলেন, আমার স্বামী ভ্যান চালাইয়া সংসার চালায়। সরকারি এই টাকাডা পাইলে একটু ভালমন্দ খাইতাম। পুলাডার ১৫ দিন বয়সে দুইবার হাসপাতালে আইলাম কিন্তু কিছু পাইলাম না। কবে দিবো তাও কিচ্ছু কয় না ?
দ্বিতীয়খন্ড ইউনিয়নের স্বাস্থ্য সহকারী আফরোজা বেগম বলেন, এই প্রকল্প চালুর পর আমার এলাকায় মাতৃ-মৃত্যুর হার অনেক কমে গেছে। তবে গত ৪ মাসে আমার ইউনিয়নে প্রায় ১২০ জন মা প্রসূতীকালীন সেবার অন্তর্ভুক্ত হলেও আমরা কোন সহযোগিতা করতে পারছি না। গরিব মানুষগুলো বারবার ঘোরাঘুরি করছে। তাছাড়া আমরাও এই প্রকল্পে কোন অর্থ পাচ্ছি না।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মতিয়ার রহমান বলেন, অর্থ বরাদ্দ না থাকায় মায়েরা বারবার আমাদের কাছে এসেও কোন অর্থ পাচ্ছে না। দ্রুত আবারও অর্থ বরাদ্দ না করলে এ উপজেলার হতদরিদ্র মা ও শিশুদের প্রসূতিকালীন স্বাস্থ্যসেবা চরম ঝুঁকিতে পড়বে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, প্রকল্পটি মা ও শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। জরুরি ভিত্তিতে অর্থ ছাড় দেয়া উচিৎ।
এই প্রকল্পের শিবচর উপজেলা সমন্বয়কারী মো. কবির হোসেন বলেন, ২০০৮ সালের মার্চ থেকে ২০০৯ সালে পর্যন্ত এ প্রকল্পের ফলে শিবচরের প্রসূতিকালীন মাতৃ-মৃত্যুর হার প্রায় শূন্যের কোঠায় এসেছে। অর্থ বরাদ্দ না থাকায় চলতি বছর কোন মাকেই এ সেবাগুলো দেয়া যাচ্ছে না। 
Read More ... »

এএসআই মিজান ও এটিএন বাংলার ক্যামেরাম্যান মিঠুর হত্যার প্রধান আসামি রাহাতকে রাতের অন্ধকারে শিবচরে কবর দেয়া হলো

15 May 2010 :: 09:45am
রমনা থানার এএসআই মিজান ও এটিএন বাংলার ক্যামেরাম্যান মিঠুর হত্যার প্রধান হোতা ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে  নিহত রাহাদুল ইসলাম (রাহাতকে) শুক্রবার রাতের আঁধারে নিজ বাড়ি শিবচরের যাদুয়ারচরে কবর দেয়া হয়েছে। নিহতের অভিভাবকরা রাহাত দূর্ঘটনায় নিহত হয়েছে বলে এলাকায় জানালেও এলাকাবাসী সকলেই রাহাতের অপরাধের কথা আগে থেকেই অবগত ছিল। জানাজায় মাত্র ৭/৮ জন মানুষ অংশ নেয়। রাত আনুমানিক ৯টায় একটি পিকআপে (ঢাকা মেট্রো-ঠ-১৪-০৬৯৩) করে রাহাতের লাশ কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে নিজ বাড়িতে আনা হয়।
রাহাতের পিতা লালমিয়া শরীফ বলেন, ৩ বোনের ১ ভাই রাহাতের বিভিন্ন কৃতকার্যের জন্য তাকে অনেক আগেই ত্যাজ্য করি। প্রায় ১৫ মাস জেল খাটার পর গত ৩ মাস পূর্বে বের হয়ে একটি প্রাইভেটকার কিনেছিল। গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় রাহাত নিহত হয়।
রাহাতের দুলাভাই আনোয়ার মিয়া ক্ষোভের সাথে বলেন, উগ্র চলাফেরার কারণে রাহাতকে শুধু ত্যাজ্য নয় ওর সাথে কোন আত্মীয় স্বজনেরও যোগাযোগ ছিল না। আজকের এই পরিণতির জন্য ও নিজেই দায়ী।
উল্লেখ্য গত মঙ্গলবার পল্লবীর ইষ্টার্ন হাউজিং এলাকায় ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে পরিবহন ছিনতাই চক্রের নেতা রাহাত নিহত হয়।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন