15 May 2010 :: 09:45am
রমনা থানার এএসআই মিজান ও এটিএন বাংলার ক্যামেরাম্যান মিঠুর হত্যার প্রধান হোতা ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত রাহাদুল ইসলাম (রাহাতকে) শুক্রবার রাতের আঁধারে নিজ বাড়ি শিবচরের যাদুয়ারচরে কবর দেয়া হয়েছে। নিহতের অভিভাবকরা রাহাত দূর্ঘটনায় নিহত হয়েছে বলে এলাকায় জানালেও এলাকাবাসী সকলেই রাহাতের অপরাধের কথা আগে থেকেই অবগত ছিল। জানাজায় মাত্র ৭/৮ জন মানুষ অংশ নেয়। রাত আনুমানিক ৯টায় একটি পিকআপে (ঢাকা মেট্রো-ঠ-১৪-০৬৯৩) করে রাহাতের লাশ কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে নিজ বাড়িতে আনা হয়।
রাহাতের পিতা লালমিয়া শরীফ বলেন, ৩ বোনের ১ ভাই রাহাতের বিভিন্ন কৃতকার্যের জন্য তাকে অনেক আগেই ত্যাজ্য করি। প্রায় ১৫ মাস জেল খাটার পর গত ৩ মাস পূর্বে বের হয়ে একটি প্রাইভেটকার কিনেছিল। গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় রাহাত নিহত হয়।
রাহাতের দুলাভাই আনোয়ার মিয়া ক্ষোভের সাথে বলেন, উগ্র চলাফেরার কারণে রাহাতকে শুধু ত্যাজ্য নয় ওর সাথে কোন আত্মীয় স্বজনেরও যোগাযোগ ছিল না। আজকের এই পরিণতির জন্য ও নিজেই দায়ী।
উল্লেখ্য গত মঙ্গলবার পল্লবীর ইষ্টার্ন হাউজিং এলাকায় ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে পরিবহন ছিনতাই চক্রের নেতা রাহাত নিহত হয়।
1 মন্তব্য(সমূহ):
চেয়ারম্যন মাননান খান
Post a Comment