12 May 2010 :: 03:21pm
দক্ষিণাঞ্চল সফর উপলক্ষে আজ বুধবার দুপুরে শিবচরের কাওড়াকান্দি ঘাটে দলীয় নেতাকর্মী সমর্থকরা বেগম খালেদা জিয়া ও সফরসঙ্গীদের ফুলেল সংবর্ধনা দিয়েছে। বেলা ১ টায় বিরোধীদলীয় নেত্রীকে বহনকারী কাকলী ফেরিটি কাওড়াকান্দি ৩নং ফেরি ঘাটে পৌছলে বিএনপির কেন্দ্রীয় নেত্রী হেলেন জেরিন খান, হেমায়েত হোসেন আওরঙ্গ, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খোকন তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক ফিরোজ খান, যুবদল সভাপতি বাকাউল করিম খানসহ কয়েক হাজার নেতা কর্মীরা মুহুমুহু স্লোগানে ফুলেল শুভেচ্ছা জানায়। কর্মী সমর্থকদের ভিড়ে প্রায় ২০ মিনিট বিরোধীদলীয় নেত্রী ঘাট এলাকায় আটকে পরেন। পরে বিরোধী দলীয় নেত্রীর গাড়ি বহর ফরিদপুরের ভাঙ্গা হয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। এর আগে সকাল থেকেই ঘাট এলাকায় পুলিশ, ডিবি, র্যাবসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘাট এলাকা ও আশেপাশের এলাকা নিdMgYচ্ছিদ্র নিরাপত্তা গড়ে তুলে। প্রিয় নেত্রীরা আগমন উপলক্ষে শিবচর, মাদারীপুর ছাড়াও শরিয়তপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকা থেকেও সমর্থকরা ভিড় করে।
