আজ শনিবার দুপুরে শিবচরের চান্দেরচর বাজারে মুসুরির ডাল ফসল চুরির সময় হাতেনাতে আটক এক চোরের স্বীকারোক্তি অনুযায়ী পাবনা ও সিরাজগঞ্জের ৮ চরমপন্থীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও পৃথক এক অভিযানে পুলিশ দুর্ধর্ষ দুই ডাকাত সর্দারকে আটক করেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল জানান, আজ চান্দেরচর বাজারে একটি ভ্যানের মুসুরির ডাল চুরির সময় বারেক মিয়া (৫২) নামের এক চোরকে হাতেনাতে আটক করে জনতা। বারেককে পুলিশে সোপর্দ করলে তার স্বীকারোক্তি মতে শিবচর থানার ওসি ও এসআই মো. আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল কাওড়াকান্দি ঘাটের একটি বোর্ডিং থেকে মিঠুন সরদার (২২), হারুন সরদার (৩৮), আলম মণ্ডল (৩২), বাবু মোল্যা (২৮), সুরুজ ইসলাম (২৮), ফজলে খান (৪৬) কে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে গাঁজা ও কলকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের ৬ জনের বাড়ি পাবনা জেলায় এবং বাকি দুজন সিরাজগঞ্জ ও ময়মনসিংহের। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। গ্রেফতারকৃতরা দক্ষিণাঞ্চলের বিভিন্ন হাট-বাজারে ভ্যানচালক ও কুলির বেশে চুরি ছিনতাইয়ের ঘটনা সংঘঠিত করত। পুলিশ ধারণা করছে গ্রেফতারকৃতরা চরমপন্থী দলের সদস্য হওয়ায় পুলিশি অ্যাকশনে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে।
এছাড়াও শিবচর থানা পুলিশের দুটি দল উপজেলার ভদ্রাসন থেকে এক ডজন ডাকাতি মামলার পলাতক আসামি ডাকাত সর্দার নূর মোহাম্মদ খাঁ (৪৫) ও দত্তপাড়া থেকে হাফ ডজন ডাকাতি মামলার আসামি হাকিম খাঁকে (৫৫) গ্রেফতার করেছে।

