সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

পাবনা ও সিরাজগঞ্জের ৮ চরমপন্থী ও ২ ডাকাত সর্দার শিবচরে গ্রেফতার

আজ শনিবার দুপুরে শিবচরের চান্দেরচর বাজারে মুসুরির ডাল ফসল চুরির সময় হাতেনাতে আটক এক চোরের স্বীকারোক্তি অনুযায়ী পাবনা ও সিরাজগঞ্জের ৮ চরমপন্থীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও পৃথক এক অভিযানে পুলিশ দুর্ধর্ষ দুই ডাকাত সর্দারকে আটক করেছে। 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল জানান, আজ চান্দেরচর বাজারে একটি ভ্যানের মুসুরির ডাল চুরির সময় বারেক মিয়া (৫২) নামের এক চোরকে হাতেনাতে আটক করে জনতা। বারেককে পুলিশে সোপর্দ করলে তার স্বীকারোক্তি মতে শিবচর থানার ওসি ও এসআই মো. আলমগীরের নেতৃত্বে পুলিশের একটি দল কাওড়াকান্দি ঘাটের একটি বোর্ডিং থেকে মিঠুন সরদার (২২), হারুন সরদার (৩৮), আলম মণ্ডল (৩২), বাবু মোল্যা (২৮), সুরুজ ইসলাম (২৮), ফজলে খান (৪৬) কে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে গাঁজা ও কলকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের ৬ জনের বাড়ি পাবনা জেলায় এবং বাকি দুজন সিরাজগঞ্জ ও ময়মনসিংহের। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। গ্রেফতারকৃতরা দক্ষিণাঞ্চলের বিভিন্ন হাট-বাজারে ভ্যানচালক ও কুলির বেশে চুরি ছিনতাইয়ের ঘটনা সংঘঠিত করত। পুলিশ ধারণা করছে গ্রেফতারকৃতরা চরমপন্থী দলের সদস্য হওয়ায় পুলিশি অ্যাকশনে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। 
এছাড়াও শিবচর থানা পুলিশের দুটি দল উপজেলার ভদ্রাসন থেকে এক ডজন ডাকাতি মামলার পলাতক আসামি ডাকাত সর্দার নূর মোহাম্মদ খাঁ (৪৫) ও দত্তপাড়া থেকে হাফ ডজন ডাকাতি মামলার আসামি হাকিম খাঁকে (৫৫) গ্রেফতার করেছে।
Read More ... »

শিবচরে অগ্নিকান্ডে ১৭ টি ঘর ভস্মীভুত : ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আজ শনিবার দুপুরে পৃথক অগ্নিকাণ্ডে শিবচর পৌরসভা ও ভাণ্ডাড়িকান্দি এলাকার ১৭টি ঘর ভস্মীভুত হয়েছে। আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 
ভদ্রাসন ইউপি চেয়ারম্যান শওকত হোসেন নান্নু জানান, দুপুরে অগ্নিকাণ্ডে ভদ্রাসনের দক্ষিণ ক্রোকচর গ্রামের মতলেব হাওলাদার, আবু কালাম হাওলাদার, বাবুল হাওলাদার, মানিক হাওলাদারের বসতঘরসহ ৭টি ঘর ভস্মীভুত হয়। প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আসে। চেয়ারম্যানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছে। 
অপরদিকে দুপুরে পৌরসভার নলগোড়া মৃধাকান্দি গ্রামে অগ্নিকাণ্ডে তৈয়ব মৃধা, সুলতান মৃধা, সৈয়দউদ্দিন মৃধা, মাইনুদ্দিন কারিকর, ইবরা কারিকরের বসতঘরসহ ১০টি ঘর ভস্মীভুত হয়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। উভয় অগ্নিকাণ্ডে রবিশস্যসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নীচে অবস্থান করছে।
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন