ঢাকা-খুলনা মহাসড়কের দত্তপাড়া থেকে আজ ছিনতাইকৃত একটি ট্রাক উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট আসাদ জানান, ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের দত্তপাড়া এলাকায় আজ সকালে একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৪-৭৩০৯) পাশে কতিপয় মানুষকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে হাইওয়ে পুলিশের সন্দেহ হয়। এসময় পুলিশ ট্রাকটির কাছাকাছি গেলে ৩/৪ জন দৌড়ে পালিয়ে যায়। পরে ট্রাকের সাথে কাউকে খুঁজে না পেয়ে ট্রাকের পিছনে লেখা নাম্বারটিতে যোগাযোগ করে জানা যায় ট্রাকটি সয়াবিন তেল বোঝাই অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর কাছ থেকে গত শনিবার রাতে ছিনতাই হয়েছিল। ট্রাকটিকে উদ্ধার করে পাঁচ্চর ফাঁড়িতে রাখা হয়েছে। ট্রাকটি রংপুরের আঙ্গুর মিয়ার মালিকানাধীন বলে পুলিশ নিশ্চিত হয়েছে।