আজ দুপুরে শিবচরের প্রায় ১১শ’ দুঃস্থ ও প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্রসহ হুইল চেয়ার, সাদাছড়ি বিতরণ করেছে ৩টি সংগঠন।
দুপুরে শিবচর কমিউনিটি সেন্টারে মাদারীপুর জেলা সমিতি, উপজেলা যুবলীগ ও প্রতিবন্ধী শিশুশিক্ষা সেবা সংস্থার উদ্যোগে ১১শ’ শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও প্রায় ২০ জন শিশুর মাঝে হুইল চেয়ার, সাদাছড়ি শব্দযন্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস, পরিবহন নেতা মনির চৌধুরী, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাদের খান মিলু, ঢাকাস্থ মাদারীপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক লোকমান মোল্লা, যুগ্ম সম্পাদক পারভেজ খান উপস্থিত ছিলেন।
