শিবচর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১২টায় নিলখী ইউনিয়নের চর কামারকান্দি গ্রামে অভিযান চালিয়ে ১টি বিদেশী রিভলবার ও ৩টি রাউন্ড গুলিসহ তালিকাভুক্ত ৪ সন্ত্রাসীকে আটক করেছে।
চরমপন্থী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত নিলখী ইউনিয়নের চর কামারকান্দি গ্রামে আজ দুপুরে চরমপন্থীদের উপস্থিতি টের পেয়ে শিবচর থানার ওসি আবদুল জলিলের নেতৃত্বে এসআই শেখ আবদুল্লাহ, এসআই মনির ও এএসআই মোবারকের একটি পুলিশ দল ৩ ঘণ্টা অভিযান চালায়। এ সময় রমিজ ভূইয়ার সেকেন্ড ইন কমান্ড চরমপন্থী নেতা হাসা ভূইয়া (৩৫), জাহাঙ্গীর বেপারী (২২), রফিক ভূইয়া (৩০) ও মাহাবুব ভূইয়া (২২)কে আটক করে। তাদের জবানবন্দির ভিত্তিতে হাসা ভূইয়ার ঘরে তল্লাসি চালিয়ে ১টি বিদেশী রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। আটককৃতদের নামে শিবচর থানায় অস্ত্র, ডাকাতি ও খুনসহ ৫টি মামলা রয়েছে।