আজ শনিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চর-চরকান্দি গ্রামের একটি ঢোলকলমির ডোবা (পুকুর) থেকে অজ্ঞাত যুবতী (২৩) এর মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তদলের কে বা কারা অজ্ঞাত স্থান থেকে যুবতীকে তুলে এনে হত্যা করে ডোবাতে ফেলে রেখে য়ায়। নিহতের পরণে ছাপার সেলোয়ার কামিজ, পায়ে নূপুর এবং চোখে কালো কাচের চশমা ছিল।
ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ ব্যাপারে শিবচর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
.jpg)