(২২ জুন, ২০১০) :: শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাটে আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টায় একটি রো রো ফেরির রোলিংয়ে চাপা পড়ে এক কভার ভ্যানের হেলপার নিহত হয়েছে।
শিবচরের পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আসাদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে মাওয়া থেকে একটি রো রো ফেরি কাওড়াকান্দি ঘাটে ভিড়লে একটি কভার ভ্যান (চট্ট-ট-১১২৪২৫) আনলোড করার সময় কভার ভ্যানের ছাদে ঘুমিয়ে থাকা কভার ভ্যানের হেলপার সাদ্দাম হোসেন ফেরির রোলিংয়ের সাথে চাপা খেয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করে।
