সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

কাওড়াকান্দি ফেরি ঘাটে ২ চাঁদাবাজ গ্রেফতার


র‌্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল লে. কমান্ডার নূর হাসান এর নেতৃত্বে আজ রাতে শিবচরের কাওড়াকান্দি ঘাটে এক বিশেষ অভিযান পরিচালনাকালে ট্রাকের হেলপার সেজে এবং মাইক্রোবাসের যাত্রীবেশে উক্ত ঘাট থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে মো. ফরহাদ খাঁ (২৬) ও মো. দুদু মিয়াকে গ্রেফতার করে। 
র‌্যাবের ব্যাপক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, স্থানীয় নেতা মাসুদ মাদবর, ফজলু, খোকা ও সুজন এর নির্দেশে তারা কাওড়াকান্দি ঘাট থেকে প্রত্যেক ট্রাক ও বাস প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে এবং মাইক্রোবাস প্রতি ১০ থেকে ৫০ টাকা করে চাঁদা আদায় করে। 
তারা আরো জানায়, অন্যান্য সকল যানবাহন থেকে এমনকি যাত্রীদের কাছ থেকেও চাঁদা আদায় করে থাকে। এ ছাড়া যানজটের সময় গাড়ি প্রতি চাঁদার পরিমাণ আরো বেশি বেড়ে যায়। উভয়ের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাখরেরকান্দি গ্রামে।
Read More ... »

চোর ধরতে গিয়ে

শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজিরসুরা গ্রামে প্রতিরাতে সঙ্ঘবদ্ধ চোরের দল খেজুর গাছ থেকে রস চুরি করে হাড়িগুলো ভেঙ্গে ফেলেচোরের উৎপাত ঠেকাতে গাছি আনিস বেপারী শনিবার রাতে চোর ধরার জন্য সরিষা ক্ষেতে ওৎ পেতে বসে থাকে/ জনের চোরের দল খেজুর গাছে উঠে রস নামানো শুরু করে সময় গাছি আনিস বেপারী লাঠি দিয়ে চোরদের ধাওয়া করেতখন চোরের দল উল্টো গাছি আনিস বেপারীর উপর চড়াও হয়ে তাকে বেধরক মারপিট করেচোরের মার খেয়ে গাছি এখন অসুস্থ। 
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন