র্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল লে. কমান্ডার নূর হাসান এর নেতৃত্বে আজ রাতে শিবচরের কাওড়াকান্দি ঘাটে এক বিশেষ অভিযান পরিচালনাকালে ট্রাকের হেলপার সেজে এবং মাইক্রোবাসের যাত্রীবেশে উক্ত ঘাট থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে মো. ফরহাদ খাঁ (২৬) ও মো. দুদু মিয়াকে গ্রেফতার করে।
র্যাবের ব্যাপক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, স্থানীয় নেতা মাসুদ মাদবর, ফজলু, খোকা ও সুজন এর নির্দেশে তারা কাওড়াকান্দি ঘাট থেকে প্রত্যেক ট্রাক ও বাস প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে এবং মাইক্রোবাস প্রতি ১০ থেকে ৫০ টাকা করে চাঁদা আদায় করে।
তারা আরো জানায়, অন্যান্য সকল যানবাহন থেকে এমনকি যাত্রীদের কাছ থেকেও চাঁদা আদায় করে থাকে। এ ছাড়া যানজটের সময় গাড়ি প্রতি চাঁদার পরিমাণ আরো বেশি বেড়ে যায়। উভয়ের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাখরেরকান্দি গ্রামে।
