শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজিরসুরা গ্রামে প্রতিরাতে সঙ্ঘবদ্ধ চোরের দল খেজুর গাছ থেকে রস চুরি করে হাড়িগুলো ভেঙ্গে ফেলে। চোরের উৎপাত ঠেকাতে গাছি আনিস বেপারী শনিবার রাতে চোর ধরার জন্য সরিষা ক্ষেতে ওৎ পেতে বসে থাকে। ৭/৮ জনের চোরের দল খেজুর গাছে উঠে রস নামানো শুরু করে। এ সময় গাছি আনিস বেপারী লাঠি দিয়ে চোরদের ধাওয়া করে। তখন চোরের দল উল্টো গাছি আনিস বেপারীর উপর চড়াও হয়ে তাকে বেধরক মারপিট করে। চোরের মার খেয়ে গাছি এখন অসুস্থ।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment