আজ শুক্রবার বিকেলে শিবচরে বেগম রাবেয়া গণ-গ্রন্থাগার আয়োজনে কৃতিজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বিকেলে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে বাজিতপুর হাজেরা খাতুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বেগম রাবেয়া গণ-গ্রন্থাগার এর আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কৃতিজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া আসিফ কর্পোরেশন জ্ঞানাঙ্কুর প্রতিযেগিতার পুরস্কার বিতরণ ও গ্রন্থাগার সম্পর্কিত আলোচনা করা হয়।
মো. শাহাবুদ্দিন শিকদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর মিয়া। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান।
আরও বক্তব্য রাখেন- অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বার আখন্দ, শিবচর প্রেস ক্লাবের সভাপতি এ কে এম নাসিরুল হক, নুর মোহাম্মদ মল্লিক, বিএম মাহাবুবুর রহমান বাদল, মো. রিপন মাদবর, মাওলানা আবদুল হক, শাহ আলম মিয়া প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানব জমিনের স্পোর্টস রিপোর্টার মনিরুজ্জামান মিন্টু। রাবেয়া গণ-গ্রন্থাগারে বই দিয়ে দৈনিক মানব জমিনের যুগ্ম সম্পাদক সাযযাত কাদির আজীবন সদস্য পদ লাভ করেন। এছাড়া আরও অনেকেই নির্ধারিত চাঁদা দিয়ে গণগ্রন্থাগারের আজীবন সদস্য পদ লাভ করেন।
