শিবচরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও ৩জন আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাখরকান্দি বেইলিব্রিজ নামক স্থানে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মধুমতি পরিবহনের (ঢাকা মেট্রো চ-১১-২৩৫১) চাকায় পিষ্ট হয়ে শাহ আলম খলিফা (১৫) গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত শাহ আলম বাখরেরকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এবং খানকান্দি এলাকার ইউনুছ খলিফার ছেলে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারেনি।
এদিকে আজ দুপুরে পাঁচ্চর-সদরপুর সড়কের রাজারচর আজগর হাওলাদার কান্দি এলাকায় একটি নসিমন ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন আহত হয়। তাদেরকে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মটরসাইকেল আরোহী মাহাবুব ও কাওসারের অবস্থা আশংকাজনক।