১৬ ডিসেম্বর, ২০১০:: বিজয় দিবসের দিনে বৃহস্পতিবার সুন্দরবনকে সপ্তাশ্চর্য হিসেবে বিজয়ী করতে মাদারীপুরের শিবচরে প্যারেড মাঠে সরাসরি ভোটগ্রহণ করা হয়েছে।
জানা যায়, সুইজারল্যান্ডভিত্তিক নিউ ওপেন ওয়ার্ল্ড ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচনে ইন্টারনেট ও এসএমএসের মাধ্যমে বিশ্বজুড়ে ভোট গ্রহণ চলছে। এ প্রতিযোগিতায় সুন্দরবনকে বিজয়ী করতে বৃহস্পতিবার শিবচরের হাতির বাগান প্যারড মাঠের এক পাশে সরাসরি এ ভোটের আয়োজন করে ন্যাচারাল ক্যাম্পেইন বাংলাদেশের মাদারীপুর শাখা। সকালে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অসংখ্য কৌতূহলী মানুষকে ভোট দিতে দেখা যায়।
