সাইট উন্নয়নে আপনাদের লেখা ও পরামর্শ চাচ্ছি-সম্পাদক

সুন্দরবনকে ভোট

১৬ ডিসেম্বর, ২০১০:: বিজয় দিবসের দিনে বৃহস্পতিবার সুন্দরবনকে সপ্তাশ্চর্য হিসেবে বিজয়ী করতে মাদারীপুরের শিবচরে প্যারেড মাঠে সরাসরি ভোটগ্রহণ করা হয়েছে।
জানা যায়, সুইজারল্যান্ডভিত্তিক নিউ ওপেন ওয়ার্ল্ড ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব প্রাকৃতিক সপ্তাশ্চর্য প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচনে ইন্টারনেট ও এসএমএসের মাধ্যমে বিশ্বজুড়ে ভোট গ্রহণ চলছে। এ প্রতিযোগিতায় সুন্দরবনকে বিজয়ী করতে বৃহস্পতিবার শিবচরের হাতির বাগান প্যারড মাঠের এক পাশে সরাসরি এ ভোটের আয়োজন করে ন্যাচারাল ক্যাম্পেইন বাংলাদেশের মাদারীপুর শাখা। সকালে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অসংখ্য কৌতূহলী মানুষকে ভোট দিতে দেখা যায়।
Read More ... »

মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুট :: ঘনকুয়াশায় ৭ ঘণ্টা ফেরিসহ নৌযান চলাচল বন্ধ

১৬ ডিসেম্বর, ২০১০:: ঘন কুয়াশায় মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ৭ ঘণ্টা ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝ নদীতে রুটটির সকল ফেরি নোঙ্গর করে রাখায় কনকনে শীতে যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগ পোহায়। 
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বুধবার রাত বাড়ার সাথে সাথে ঘনকুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় সিগন্যাল বাতি দেখতে না পাওয়ায় রাত ৩ টায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় রুটটির সব কয়টি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করে রাখা হয়। ফেরিগুলোতে প্রায় দেড় শতাধিক পরিবহনের শিশু ও নারীসহ অন্তত প্রায় ৫ সহস্রাধিক যাত্রী আটকা পড়ে নদী-বুকের কনকনে শীতে চরম দূর্ভোগ পোহায়। বেলা বাড়ার সাথে সাথে ঘনকুয়াশার প্রকোপ কমলে আজ বৃহস্পতিবার সকাল দশটায় ফেরিসহ সকল নৌ চলাচল স্বাভাবিক হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় ঘাটে দু’শতাধিক যানবাহন আটকে ছিল।
বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট টার্মিনাল সহকারি মোঃ সেলিম আহমেদ বলেন, রাত ৩টা থেকে ফেরিসহ সকল নৌ চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৭ টায় ১০ মিনিটের জন্য চালু হয়েছিল। এরপর আবার বন্ধ হয়ে যায়। 
Read More ... »
Widget By Devils Workshop
 

আজকের চাঁদ

CURRENT MOON

© 2009-2010 shibcharsangbad | Design by: Md. Abul Hossain Miah

^ উপরে আসুন