১৬ ডিসেম্বর, ২০১০:: ঘন কুয়াশায় মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ৭ ঘণ্টা ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝ নদীতে রুটটির সকল ফেরি নোঙ্গর করে রাখায় কনকনে শীতে যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগ পোহায়।
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বুধবার রাত বাড়ার সাথে সাথে ঘনকুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় সিগন্যাল বাতি দেখতে না পাওয়ায় রাত ৩ টায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় রুটটির সব কয়টি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করে রাখা হয়। ফেরিগুলোতে প্রায় দেড় শতাধিক পরিবহনের শিশু ও নারীসহ অন্তত প্রায় ৫ সহস্রাধিক যাত্রী আটকা পড়ে নদী-বুকের কনকনে শীতে চরম দূর্ভোগ পোহায়। বেলা বাড়ার সাথে সাথে ঘনকুয়াশার প্রকোপ কমলে আজ বৃহস্পতিবার সকাল দশটায় ফেরিসহ সকল নৌ চলাচল স্বাভাবিক হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় ঘাটে দু’শতাধিক যানবাহন আটকে ছিল।
বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট টার্মিনাল সহকারি মোঃ সেলিম আহমেদ বলেন, রাত ৩টা থেকে ফেরিসহ সকল নৌ চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে ৭ টায় ১০ মিনিটের জন্য চালু হয়েছিল। এরপর আবার বন্ধ হয়ে যায়।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment