(২২ জুন, ২০১০) :: শিবচরের শীর্ষ চরমপন্থী সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা মনির মোল্লাসহ ৩ চরমপন্থীকে আজ ভোররাত (৪টায়) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবচর থানার ওসি আ. জলিলের নেতৃত্বে পুলিশের একটি দল দুর্ধর্ষ মনির মোল্লাকে ভোররাতে ঢাকার রামপুরা থেকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মতে অপর দুই চরমপন্থী পলাশ মাদবর ও দেলোয়ার সিকদারকে ঢাকা থেকেই গ্রেফতার করে। এরপর ওই ৩ চরমপন্থীর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শিবচরের চরমপন্থী অধ্যুষিত নিলখির বাগমারা থেকে ৩টি বিদেশি বন্দুক, ২টি কাটা বন্দুক ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেফতারকৃত মনির মোল্লার বিরুদ্ধে ২০০১ সালে পুলিশকে হত্যা করে ফাঁড়ি লুটসহ অন্তত ৭টি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় ধর্ষণ,ডাকাতিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। অপর দু’জনের বিরুদ্ধেও হত্যাসহ একাধিক মামলা রযেছে। গ্রেফতারকৃতদের বিপুল অস্ত্র ভান্ডারের সন্ধানে ব্যাপক অভিযান চালানো হবে পুলিশ জানায়।

0 মন্তব্য(সমূহ):
Post a Comment