শিবচর উপজেলার নিলখীর বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে পুলিশ জুয়ার বোর্ড ও টাকাসহ চারটি দলের ১১ সদস্যকে গ্রেফতার করেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জলিল জানান, নিলখীর বন্দর বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে বিচার গানের আসরকে ঘিরে ৪টি জুয়ার বোর্ড বসে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নগদ ৬ হাজার ৭৬ টাকাসহ তাদের গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলেন- সামছু বেপারি, শাহীন বেপারি, আলমগীর সরদার, কাজল বেপারি, আজিজ মোড়ল, সেলিম শেখ, ইরফান, টোকন মাদবর, ইমারত মাদবর, সাহাদাত ফকির, আজাদ মল্লিক।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment